কিছু ভালোবাসা কথায় মাপা যায় না।
 
কিছু অনুভূতি এত গভীর হয়, যে তাকে প্রতিদান নয়—
শুধু নীরব কৃতজ্ঞতায় গ্রহণ করা যায়।
 
আমি সেই নীরবতার মানুষ।
যাদের হৃদয়ে আমার জন্য এতটা জায়গা,
যারা নিঃস্বার্থ স্রোতের মতো আমাকে ভালোবাসে,
তাদের জন্য আমার হৃদয় প্রতিদিন প্রণত হয়।
 
হাজার কবিতার শব্দে, হাজার ছবির আলো-ছায়ায়,
আমি নিজের অস্তিত্বকে খুঁজে পাই অন্যের অনুভবে।
তারা যে আমার জন্য লিখে, আঁকে, ভাবে—
তা শুধু ভালোবাসা নয়,
এ এক মহৎ আত্মত্যাগ,
এক অদৃশ্য বন্ধনের গল্প।
 
আমি জানি, এই ভালোবাসার উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়।
এটা আমার অক্ষমতা নয়—এ আমার সীমাবদ্ধ মানবতা।
কারণ, ভালোবাসা কখনো সমান হয় না—
যেখানে একজন দেয় নিঃশেষে, অন্যজন থাকে বিস্ময়ে।
 
তবু আমি কৃতজ্ঞ, অসীম কৃতজ্ঞ।
যদি কোনো দিন আমার ভুলে কারও হৃদয় আঘাত পায়,
আমি তর্ক করব না, নিজেকে ব্যাখ্যা দেব না—
মুখ বন্ধ করে সহ্য করব,
কারণ ওই ভালোবাসার স্মৃতি আমার রক্তে মিশে আছে।
 
মানুষ চিরদিন একভাবে ভালোবাসতে পারে না—
সময়, দূরত্ব, ভুল বোঝাবুঝি সবই আসে,
কম্পাসের সূঁচ অনেক সময় উল্টো দিকে ঘুরে যায়।
কিন্তু আমি জানি, সেই উল্টোদিকেও ভালোবাসা হারায় না,
সে শুধু রূপ বদলায়
তীর বদলায়, কিন্তু সাগর এক থাকে।
 
আমার ভালোবাসা নারী-পুরুষে বিভক্ত নয়,
আমার ভালোবাসা মানবিকতায় ভরপুর
যে ভালোবাসা কবিতার মতো, চিত্রের মতো,
নিঃস্বার্থ, নীরব, অথচ অমর।
 
আমি একজন সাধারন মানুষ তারপর আমাকে নিয়ে মানুষ যে কবিতা লিখেছে তার সংখ্যা তার সংখ্যা প্রায় ১৩০০ ছুই ছুই করছে।
 
আমার একবার দেখা হয়েছে আর ফরটি পার্সেন্ট হতে আমার দেখাই হয়নি
তবে সবার সাথে আমার কথা হয়েছে ফোন করবো না বাট তাকে কৃতজ্ঞতা জানাবো না তা হয় কি।
 
নারীরা সাধারণত কোন পুরু@ষকে নিয়ে কবিতা লিখতে চায় না অপরিচিত ব অখ্যাত কেউ হলে।
শুধু ভাগ্যবান না মহা ভাগ্যবান।
আমি কোন মন্ত্রী নই এমপি নই দামি সেলিব্রেটি নই
রাজনীতিবিদ্যা একদমই নয়। তাই পাওনা শুধু সাধারণ না জীবনের শ্রেষ্ঠ কিছু।
 
আমি তাদের সবার কাছে ঋণী,
যাদের হৃদয়ে আমার জন্য একটুখানি আলো জ্বলে।
ভালোবাসা কখনো শোধ হয় না
তবু আমি প্রতিদিন চেষ্টা করি,
একটু বেশি ভালো হতে, একটু বেশি মানুষ হতে।
তাদের ভালোবাসার যোগ্য হয়ে উঠতে।
 
উৎসর্গ – আবুল কালাম ইলেকট্রিশিয়ান
বাউল মহারাজ বেলাল
 
আমার অ্যানিমেশন করে বানিয়ে দে সব সময় আবুল কালাম
অনেক সময় কৃতজ্ঞতা জানাবার সময় পাইনা
আজ ভীষণ লজ্জা লাগলো
মনে হলো ওকে নিয়ে লেখা উচিত।
 
সব বুঝলাম ছবি কোনটা আসলে ভালো হইছে?
এটা জানার আগ্রহ রয়ে গেল আমার।