তোকে অন্তর দিয়ে শ্রদ্ধা করে কি লাভ
 
তুই যদি ভাবিস তোর অর্থ লোভ বা
তোর থেকে কিছু পাওয়ার আশা বা তোকে
ভয় করে শ্রদ্ধা করছি।
 
তোর দুঃখে চোখের লোনা জলে
বুক ভাসিয়ে কি লাভ যদি আমার
চোখের জলের তোর কাছে
কোন মূল্যই না থাকে।
 
তোকে ভালোবেসে কি লাভ তোর
কাছে আমার ভালোবাসার মূল্য যদি না
থাকে বা তোর ভালোবাসার পিছনে
যদি কোন রহস্য থাকে।
 
তোকে বিশ্বাস করে কি লাভ
তুই যদি আমার বিশ্বাসের মূল্য না
দিস বা বিশ্বাস ঘাতকতা করিস।
 
তোর জন্য সাত সমুদ্র তের নদী পাড়ি
দিয়ে কি লাভ তাতে আমার যদি সলিল
সমাধি হয় তুই এই নিয়ে যদি উপহাস
করিস।
 
তোর বিপদে আমি এগিয়ে এসে কি
লাভ তুই যদি আমার বিপদের দিনে
কোন বাহানা দিয়ে দুরে চলে যাস।
 
পরিশেষে বলি তোর জন্য এক বুক
জলে নেমে কি লাভ তুই যদি এক হাটু
পরিমাণ জলে আমার জন্য নামতে
না পারিস।