আমরা মানুষ এলাম ভবে হয়ে উত্তম জাতি,
এই ধরণী ছাড়তে হবে জ্বললে মরণ বাতি।
সবার দেহে বয়ে চলে একই রকম রক্ত,
তবেই কেন? হলেন শত্রু আবার কারো ভক্ত।
প্রতিহিংসার দাবানলেই মনটা কেন পোড়ে,
শ্বাস প্রশ্বাসটি বন্ধ হলে উঠবে কি আর ভোরে?
দম্ভ ভরে লাভ কি ভবে? যেতে হবে ফিরে,
প্রাণ পাখিটা উড়াল দিলে থাকবে মাটির নীড়ে।
সবার গায়ে একই রক্ত কিসের বড়াই করো?
হিংসা ভুলে মিলেমিশে ন্যায়ের মিশন ধরো
জগত জুড়ে মানব জাতি ভালো মন্দ মিশে,
জাতের বিভেদ বড়াই করে মারছে ছোবল বিষে।
অর্থ বিত্তের মোহে পড়ে চলছে বাঁকা পথে,
আপন মনে নিয়ম ভেঙ্গে নিজের গড়া মতে।
ক্ষণিকেরই চাওয়া পাওয়া আঁকড়ে ধরে বসে,
পরোপারের অসীম জীবন ফেললে কেনো ধসে।
একই বৃত্তে ঘুরছে যেমন চন্দ্র সূর্য তারা,
নিঃশেষ হবে বিশাল ধরা বেঁচে থাকবে কারা?
সমান ভাবে রবি শশী দিচ্ছে যখন আলো,
রক্ষা করো মানব কুলটা না আসে আর কালো।