কবি তাহেরা খাতুন এর কবিতা // ফেরাবো না
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ২৪ জুলাই, ২০২২
-
১১৭
Time View
ফেরাবো না সেই তোমায়
ভালোবাসি যাকে
মুক্ত তোমায় করে দিলাম
সকল বন্ধন থেকে।
হয়না কেউ মনের মতো
সবই ক্ষণিকের
নিজের ভালো সবাই বোঝে
স্বার্থ পরিচয়ের।
চলার পথে সাথী নয়
সবাই হুজুগে চলে
কেউ আসেনা বিনে কাজে
মধুর মধুর বোলে।
অন্ধ যখন দেখতে থাকে
দেখে চার চোখে
ভালোমানুষি স্বভাবে সে
নিজের কর্ম ঢাকে।
নিজের বল আসল পুঁজি
শক্ত করো তাকে
ভরসা তোমার এক আল্লাহ্
রাখবে স্মরণ যাকে।
যে চলে যায় ফেরেনা সে
ফেরে অন্য জন
মনের মাঝে দুরভিসন্ধি
খেলা করে তখন।
দেহের সনে প্রেমে মরে
আত্মা চেনেনা
সুযোগের করে ব্যবহার
বিবেক মানেনা।
অভিনয়ে গলে অন্তর
বুঝবে কেমন করে
অন্তরে বহুরুপী মন
তাইতো যায় ছেড়ে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category