পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়নে একটি মাদ্রাসার খাদেমকে চুরির অভিযোগে বেধড়ক মারপিট করেছে স্থানীয় এক ইউপি সদস্য। মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোহাগদল ইউনিয়ন পরিষদে বসে মাদ্রাসার খাদেম জহিরুল ইসলামকে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হোসেন খোকনের করা মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায় ৬নং ওয়ার্ড মেম্বার কামরুল হোসেন খোকন মাদ্রাসার খাদেম পরিচয় দেয়া জহিরুল ইসলামকে চোর সন্দেহে রশি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে বেধড়ক মারপিট করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মসজিদের মালামাল (বিদ্যুতের ১টি সকেট) চুরি করার অভিযোগে ইউপি সদস্য খোকন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে পরিষদে বসে খাদেম জহিরুলকে মারপিট করে। ওখানে উপস্থিত উৎসুক জনতা ভিডিও করে মুহূর্তের মধ্যে ভাইরাল করে দেয়। পরে জহিরুলকে আহত অবস্থায় থানায় সোপর্দ করে। ঝালাকাঠি নওয়াপাড়ার নুরুল ইসলাম এর ছেলে জাহিরুল ইসলাম। জহিরুল হদুয়া মাদ্রাসার খাদেম বলে জানা গেছে।
অভিযুক্ত ইউপি সদস্য জানান, ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়ানো জহিরুল আগেও চুরি করেছে। এবার ধরা পরার পরে তাকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে ভয় দেখালে সব স্বীকার করে। তিনি আরো জানান, তার স্থানীয় প্রতিপক্ষরা চোরকে ভয় দেখানো ভিডিও করে ভাইরাল করে দিয়েছে।
নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন জানান, জহিরুল ইসলাম মসজিদের মালামাল চুরির কথা স্বীকার করেছে। তার কাছ থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউপি সদস্য বাদী হয়ে মামলা করেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। কোন ব্যক্তিকে এভাবে মারার অধিকার কারো নেই। এব্যাপারে ওসি ও সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানকে বিস্তারিত জানার জন্য বলা হয়েছে পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে।