নোয়াখালীর সেনবাগে শাহরিয়ার ইসলাম অবনি (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
শাহরিয়ার ইসলাম অবনি সেনবাগ পৌরসভার অস্ট্রোদ্রোন গ্রামের সাইফুল ইসলামের মেয়ে এবং কাদরা ইউনিয়নের ভাটিরচর গ্রামের মান্নান মেম্বার বাড়ির যোবায়ের স্ত্রী। তিন মাস আগে প্রেম করে অবনি ও যোবায়েরের বিয়ে হয়েছিল।
স্থানীয়রা জানায়, পুলিশ শনিবার রাতে অবনির লাশ বাবার বাড়ি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
শনিবার বিকেল অনুমানিক ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে অবনি বাবার বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়। পরে অবনিকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ওই পরিত্যক্ত ঘরে গিয়ে দেখেন তার মেয়ে অবনি ফাঁস দিয়ে ঝুলছে।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।