কবি মহসীন আহমেদ এর কবিতা // একটি ফুলে এক পৃথিবী
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
-
২১৪
Time View
সব ফুলে মালা হয়না
অকালে কিছু ঝরে
কিছু থাকে রাস্তা ঘাটে
কিছু যায় ঘরে।
কিছু মালা নব-বধূর
শোভা বৃদ্ধি করে
ফুল সজ্জার রাতে বধূর
পাহারা দেয় ঘরে।
আদর করে প্রেমিকার খোঁপায়
দাও ফুল গুঁজে
ভালোবাসা সব নিও তুমি
নিও সব বুঝে।
একটি ফুলে এক পৃথিবী
করতে পারে জয়
ভালোবাসায় মালা বদল
থাকেনা কোন ভয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category