কবি মোঃ আবু ইউসুফ এর কবিতা // জ্বলছে আগুন বাজারে
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
সোমবার, ৮ আগস্ট, ২০২২
-
১৭৭
Time View
আপনি তো ভাই সচেতন
তেলে কেনো অচেতন
বাজার ঘুরে দেখে আসেন
দাম বাড়ানোর যালাতন।
চক্ষু মেলে একটু দেখেন
জ্বলছে আগুন বাজারে
জ্বলে পুড়ে মানুষগুলো
হারিয়ে যাচ্ছে আঁধারে।
আপনি হয়তো ভালো আছেন
কামাই রুজি বেশ ভালো
খুঁজে দেখেন আপনার ভাইয়ের
জীবনটা আজ ঘোরকালো।
আপনি যাদের ঘামের দামে
রাজারহালে কাটান দিন
তাদের ঘরে নিত্যবাজে
দুঃখ কষ্টের মরণ ভীণ।
—–০৮-০৮-২০২২
Please Share This Post in Your Social Media
More News Of This Category