মনোহরগঞ্জ উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নব গঠিত কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাবেক সভাপতি সফিকুর রহমান এর সভাপতিত্বে অথিতি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুমিল্লা জেলা শাখার সাধারন সম্পাদক নিজাম উদ্দিন,নির্বাহী সম্পাদক বাহা উদ্দিন,সাংগঠনিক সম্পাদক তোজ্জাম্মেল হক। বক্তব্য রাখেন উপজেলা বাংলাদেশ প্রথমিক শিক্ষক সমিতির নব গঠিত কমিটির সভাপতি আশির পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুল হক মজুমদার, নির্বাহী সভাপতি হাতিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া হায়দার,সাধারণ সম্পাদক নাথের পেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সম্পাদক আলীনকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ফিরোজ আলম,সাংগঠনিক সম্পাদক লৎসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল দেবনাথ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি(কাশেম-শাহিন) কেন্দ্রীয় কমিটি সম্প্রতি এ মনোহরগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন করেন।