আমার হৃদয়ে তিলে তিলে গড়ে উঠা ভালোবাসাটা আজ সম্পুর্ণ মিথ্যার আর অবিশ্বাসের কালো পাহাড়ে পরিণত হয়েছে।
আজ আমার বিশ্বাস গোলক ধাঁধায় পরিণত হয়েছে।
আমার এখন আসল নকল চিনতে কষ্ট হচ্ছে।
আর আমার এই কষ্টের কারণ আমার সরলতা।
আমার সরলতার সুযোগে অনেকেই আমাকে ভালোবেসে কাছে নিতে চেয়েছে তাদের লম্পটার্থ চরিত্রের ভয়ংকর সফলতা অর্জন করার জন্য।
তারা কেউ সফলতা অর্জন করতে পারেনি আমার কঠিন মনোভাবের কারণে।
তাদের নোংরামি আমার কাছে ধরা পড়েছে।
ভেঙ্গে চুরমার হয়ে গেছে তাদের দুষ্ট পরিকল্পনা ।
আমার পবিত্র ভালোবাসায় নেমে আসল এক পাহাড় ঘাত প্রতিঘাত ও ব্যার্থতা।
ব্যথার অগ্নিকান্ডের লেলিহান শিখায় আমার হৃদয় পুড়ে চাই হয়ে গিয়েছে।
হৃদপিঞ্জরের রক্তক্ষরনে আমি আজ বিদায় পথযাত্রি।
এত দিন আমি তোমাকে আমার একান্ত আপন মনে করে বুকে ঠাঁই দিয়েছিলাম।
আর আজ তুমি আমার বুকে বসে আমারী বুকে চালালে তোমার বিষের চুরি।
আমার মোটেও কষ্ট লাগেনি তুমি কষ্টপাওনিত সোনা?
আমার মৃত্যুর পরে তুমি এক আকাশ ব্যর্থতায় হাহাকার করবে।
আর আমার বিদায়ী আত্বা>আত্মা তোমাকে ধিক্কার দিয়ে বলবে বিশ্বাস ঘাতকিনী,
তোমার কানে এই আওয়াজ আসবে ঠিকই তখন তুমি এদিক ওদিক খুঁজে বেড়াবে আমাকে।
কে কে এই কথা বললো বলে চিৎকার করতে করতে খোঁজে উন্মাদিনী হয়ে যাবে।
আর তখন তোমার বুকে জ্বলে উঠবে চিতার আগুন।
তুমি তখন হৃদয়ের মণি কোঠার অগ্নি কান্ডে পানি পানি বলে চিৎকার করবে।
তোমার হাতের কাছে পানি থাকবে তুমি পানির গ্লাসটি হাতে নিতে পারবেনা।
কারণ অভিশপ্ত বাতাস এসে পানির গ্লাসটি উড়িয়ে নিয়ে অন্যত্রে অদৃশ্য করে তোমার সাথে পাশা খোলবে।
বেঈমানীতে ভরা স্বার্থপরায়ণতার হিসাব নিবে বিধাতার ঐ বিশ্বয়নতায় পরিপূর্ণ বৈরী লীলাখেলায়।
যার কিঞ্চিত পরিমাণ পাগলামি সমুদ্রের রাক্ষসী স্রোতের মত টেনে নিয়ে যাবে নিমিষের মধ্যে।
আমার অপ্রাপ্তিতে তুমি দিকহারা হয়ে ঘুরে বেড়াবে সারাটি জীবন।
তবুও ভালোবাসার বেহায়া মন বারবার অকারণে তোমার কথা জেগে উঠে মনে।
আমার হৃদয়ে তবুও তুমি শুধু তুমি রবে।
আমার ভালোবাসায় স্বার্থ ছিল না তাই আমার হৃদয়ে তুমি শুধু তুমি থাকবে আজীবন।
তোমারয় ভালোবাসার মিথ্যা তীরে আজ দজনার> দুজনার পথ বেঁকে গিয়েছে দু দিকে।
আজ আমার বুকে অজস্র ব্যথা।
দু চোখে ব্যথার জল টলমল ঝর্ণাধারায় কখনো কখনো মনের অজান্তেই ঝরোঝরো ঝরতে থাকে।
চার অক্ষরে একটি শব্দ তুমি
তুমি ভালোবাসা
কারো জীবনে তুমি দাওনি সহখ
মিঠাওনি আশা।
তোমাকে ভুলতে গেলে বারবার
অকারণে পড়ে মনে
কেন কিসের এত মধুরতা ছিল
বলোনা তোর সনে।
সুখের নেশা ধরিয়ে মনে তুমি
আসো কেন জীবনে
অশান্তির আগুন বুকে জ্বলিয়ে
মারো শেষে প্রাণে।
তবুও তুমি ভালোবাসো আসো
ভাল লাগা নিয়ে
বিদায় নাও তুমি জীবন থেকে
চোখে অশ্রুদিয়ে।
তোমাকে বুঝা বড়দায় তাই
কি করি উপায়
তোমা করালগ্রাসে কতজন
করে হায় হায়।
তুমি রঙ্গিন স্বপ্নহয়ে আস
মানুষের জীবনে
সব কিছু কেড়েনাও অসময়
কাল বৈশাখি বানে।