২৭ আগষ্ট নানা আয়োজনে কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গতকাল শনিবার সকালে কুমিল্লা শিল্পকলা একাডেমী প্রঙ্গনে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুর রহিম , এম তানভীর হোসেন, জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল আমিন, নজরুল পরিষদ কুমিল্লার সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, কালচারাল কমপ্লেক্স এর সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী,উদীচী শিল্পী গোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সভাপতি শেখ ফরিদ আহমেদ, কবি খায়রুল আহসান মানিক, নারী নেত্রী তাহমিনা বেগমসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠিান পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করা হয়। এসময় রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এ ছাড়াও সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লায় ছাত্র ছাত্রীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিকাল ৫ টায় একই স্থানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনীর আয়েজন করা হয়েছে। জেলা প্রশাসন কুমিল্লা, কবি নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্র এবং নজরুল পরিষদ কুমিল্লা এ সকল অনুষ্ঠানের আয়োজন করে।
ছবিঃ কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন।