কবি তাহেরা খাতুন এর কবিতা // প্রতিবাদ
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
-
১৬৬
Time View
হাতে হাত রাখা সহজ
কিন্তু জেনো ভাই
মর্যাদা যে রাখতে জানে
আপন সে সদাই।
মোহ দিয়ে হয়না প্রেম
জ্বলে অন্তর দহনে
একতরফা প্রেমে তখন
শেষ হয় আত্মহননে।
চারদিকে হায়রে প্রেম
চোখ হয় ছানাভরা
রাস্তায় কিংবা পার্কে বসে
যেনো কবুতর জোড়া।
বাকুম বাকুম করছে তারা
মোহ আর দেহের লোভে
দর্শক হয় লজ্জায় নত
দেখেই অন্যায় তার হয়েছে।
কি দেখলাম শাহবাগের একটু আগে
পার্কের দু’পাশের ধারে
কাপড় টানিয়ে চলছে সেথা
দেহ খেলা নির্বিচারে।
প্রশাসন দেখবে কি করে
পাচ্ছে কিছু মুনাফা
সেই ভরেই চলছে ব্যবসা
প্রেমের দফা রফা।
প্রতিবাদের ভাষা নেই
করি আহাজারি
বলতে গেলে নষ্টা হই
কিংবা হই কলঙ্কীনি নারী।
Please Share This Post in Your Social Media
More News Of This Category