গাজীপুরে একটি ভবনের গ্রাউন্ড ফ্লোরের লিফটের জন্য নির্মিত গর্তের জমে থাকা পানি থেকে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম হামিদুল হক। সে মুন্সিগঞ্জ জেলা সদরের দেওয়াকান্দী গ্রামের ব্যবসায়ী আবেদ আলীর ছেলে। হামিদুল পিতা-মাতার সাথে জরুন এলাকার সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ওসি আবু সিদ্দিক জানান, মঙ্গলবার বিকেলে বাসা থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয় হামিদুল। আশেপাশে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে ওই এলাকার হাবিবুর রহমানের মালিকানাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরের লিফটের জন্য নির্মিত গর্তে জমে থাকা পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। খবর পেয়ে লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।