কন্যা দিবসে একটাই প্রার্থনা, পৃথিবীর সকল কন্যারা নিরাপদ থাকুক।
সভ্যজগৎ এর শুরু
যাবতীয় অসভ্যতার বিনাশ
এমনটাই তো ইতিহাসখ্যাত।
কালের যাত্রাপথ পেরিয়ে নব নবীন এর উল্লাসে আজ
নন্দিত জাগতিক বিশ্ব পরিক্রমকাল
সভ্যপদ কাহার!
কে পদাবলে তার কর্ণধার!
কার মাথায় সভ্যপদ মুকুট?
তার দর্শন আমি চাই, অচিরেই চাই।
ছোট্ট শিশু, পৃথিবীর মঞ্চে সে
কেবলি হাটতে শিখেছে দু’ চার কদম
তাকে হতে হয় নর পশুর লালসা
মঞ্চসজ্জায় সজ্জিত তার প্রাণহীণ দেহ
কোথায় তুমি সভ্যতা? জবাব দাও আমায়!
প্রকৃতির নিয়ম মেনে সূর্যপথ……
আশার দীপ্তিতে ভুবনেশ্বর করে আলোকিত
খবরের কাগজের পাতায় উঁকি দেয়
আবহমান কালো রাত্রির বিভীষণ
যে রাত্রি ধর্ষিতার চুলের ভাজে
পরম আদরে সাজিয়েছে মহাকালের কলঙ্ক
আত্মহত্যা মহাপাপ, সমাজবিধিতে সে অবাঞ্ছিত
কলঙ্কিতার কী দোষ ছিল!
কোথায় তুমি সভ্যতা? জবাব দাও আমায়!
লাল বেনারসী, মধুচন্দ্রিমা
কিশোরীর অবাধ্য নয়ন স্বপ্নময়
সে কি জানত যৌতুক নামক বিভীষিকা
কেড়ে নেবে তার স্বপ্নময় নয়নের আলো
নির্যাতিত নববধুর আর্তচিৎকারে, প্রতিষ্ঠিত হয় পুরুষত্ব
সভ্যসমাজ এর বৈঠকে মীমাংসিত হয়
দেনাপাওনার অলিখিত হিসেব
অদৃশ্য শিকলের বন্ধনে কেটে যায় নারীর জনম
তবে কি নারীত্ব তার আজন্ম পাপ!
কোথায় তুমি সভ্যতা? জবাব দাও আমায়!
তুমি সভ্যতা নও,,,,,তুমি পুরুষ শাসিত সমাজের কর্ণধার
তোমার আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে আছে মহাবিশ্বের ক্লান্তি
তোমার কোন সত্তা নেই,, তুমি মরীচিকা।