কেউ একজন আসুক,
দিবানিশি প্রভাত ঘিরে আমায় শুধু তার ভাবনাতেই রাখুক।
কেউ একজন আসুক
এলোমেলো এই আমাকে একটু গুছিয়ে রাখুক
খোলা চুলে এই আমাকে দেখতে ভালোবাসুক।
কেউ একজন আসুক
একটু অভিমানেই মান ভাঙানোর তুমুল ঝড়ে মাতাল হয়ে থাকুক।
বক্ষ মাঝে জড়িয়ে রাখার তীব্র ইচ্ছে জাগুক।
কেউ একজন আসুক
কথায় কথায় “পাগলি” বলে মুখ লুকিয়ে হাসুক।
সুখ দুঃখে পাশে থাকার আস্থা হয়ে উঠুক।
কেউ একজন আসুক
তার গল্প গান কবিতায় উপন্যাসের পাতায় আমাকেই রাখুক,
বইয়ের পাতায় লেখার ভাষায় পড়তে পড়তে আমার ছবি ভাসুক।
কেউ একজন আসুক
আমার স্বপ্ন গুলো তার স্বপ্ন জুড়ে থাকুক, ভালোবাসার গহীন মায়ায় নিঃশ্বাষ হয়ে আমার তরেই বাঁচুক।
কেউ একজন আসুক
বুক পকেটে আমার জন্য একটা টিপের পাতা রাখুক। টিপ পড়ানোর ছলে কপাল জুড়ে একটু চুম্বন আঁকুক।
কেউ একজন আসুক
রাত প্রহরে একলা লাগার বায়না জুড়ে নিয়ন আলোয় হাতটা ধরে শহর জুড়ে হাঁটার একটু ইচ্ছে রাখুক।।
কেউ একজন আসুক
মুখ দেখেই মন খারাপের কারণ টুকু বুঝুক অশ্রু গড়িয়ে পড়ার আগেই যেনো হাতটা পেতে রাখুক।।
কেউ একজন আসুক
কষ্ট গুলো মুছে দিয়ে আমায় আগলে রাখুক।।