লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায় ১৮৩৬ সালে কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর বিভিন্ন জায়গা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য ওই মন্দিরের পাশেই একটি ছোট ঘর তোলেন। পরবর্তী সময়ে এই মসজিদের নামকরণও করা হয় পুরান বাজার জামে মসজিদ। সেই সময় থেকে একই উঠানে চলছে দুই সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানাদি। দুটি উপাসনালয়ের একটি মাঠ হওয়ায় ওয়াজ-মাহফিল, পূজা-অর্চনাসহ দুই ধর্মেরই বড় অনুষ্ঠানের আগে দুপক্ষের কমিটি বসে সিদ্ধান্ত নেয়। পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়েই দুটি সম্প্রদায়ের উৎসব পালিত হয়ে আসছে। এ পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
পুরান বাজার জামে মসজিদের ইমাম মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘ঐতিহ্যবাহী পুরান বাজার জামে মসজিদের পাশেই মন্দির, একসঙ্গে দুটি প্রতিষ্ঠান। মসজিদের আগে মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। আজানের পর থেকে জামায়াত শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের মাইক, ঢাকঢোলসহ যাবতীয় শব্দযন্ত্র বন্ধ থাকে। নামাজের প্রথম জামায়াত শেষ হলে মন্দিরের কার্যক্রম স্বাভাবিক হয়। আমরা তাদের সব কাজে সহযোগিতা করি, তারাও আমাদের সহযোগিতা করেন।’