মনোহরগঞ্জ উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ শহিদুল ইসলাম। যোগদানের পর নতুন অধ্যক্ষ কে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী,বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বিএসসি,পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আবুল বাশার ভুঁইয়া, বিদ্যোৎসাহী সদস্য প্রফেসর আবদুল হালিম, প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আলী আশ্রাফ,কলেজ শাখার উপাধ্যক্ষ আবদুল কুদ্দুস হিলালী,স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ,মেম্বার আবু সৈয়দ, মাওলানা আবদুল মমিন,মোস্তফা কামাল,স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক সেলিম হোসেন বিএসসি, ইব্রাহিম হাওলাদার,শাহ আলম পাটোয়ারী, কলেজ শাখার প্রভাষক আবু মুসা,ইকবাল হোসেন, মঞ্জুরুল ইসলাম,মোশাররফ হোসেন,আসমা আক্তার, ইংরেজি বিভাগের প্রভাষক সাংবাদিক আকবর হোসেন,সাংবাদিক আবুল বাকি মিলনসহ সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। উল্লেখ্য মোহাম্মদ শহিদুল ইসলাম পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান এর পূর্বে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার থানা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও লাকসাম উপজেলার খিলা গনউদ্দোগ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করার পর মোহাম্মদ শহিদুল ইসলাম প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক মোঃ শাহজাহান ভুইঁয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।