টাঙ্গাইলের গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের সামনে আওয়ামী লীগের প্রার্থী ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষকে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হেমনগর এলাকার হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উভয় পক্ষের সমর্থকরা হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জমায়েত হতে থাকে। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, কেন্দ্রে এজেন্ট দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, ভোট শুরুর আগে ভোটকেন্দ্রের বাহিরে হেমনগর ইউনিয়নের দুই চেয়ারম্যানপ্রার্থীর সমর্থকদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। তবে ভোটকেন্দ্রের ভেতর কোনো প্রভাব পড়েনি। ঠিক সময়েই ভোট গ্রহণ শুরু হয়েছে। এখন শান্তিপূর্ণভাবেই ভোট চলছে।