আবদুল বাকী মিলনঃ কুমিল্লার মনোহরগঞ্জে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। বুধবার উপজেলার সরসপুর ইউনিয়নের সরসপুর গ্রামের নেহার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, ওই বাড়ির মাওলানা আবদুল সাত্তারের বাউন্ডার ওয়াল ও পাকের ঘর ভাংচুর করে একই বাড়ির মৃত আবদুল আউয়ালের ছেলে শাহজাহান ও তার সহযোগিরা।
মাওলানা আবদুস সাত্তার বলেন,আমি আমার পৈত্রিক সম্পত্তিতে সুখে-শান্তিতে বসবাস করে আসছি। কিন্তু শাহজাহান আমার ঘরে পার্শ্বে দেড় শতক জায়গা কিনে আমার সাথে বিবাদ সৃষ্টি ও জোরপূর্বক জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় বুধবার শাহজাহানসহ ১৫/২০ জন হামলাকারী জোরপূর্বক ও অন্যায়ভাবে আমার বসতঘর থেকে পাকের ঘর পর্যন্ত বাউন্ডার ওয়াল ভেঙ্গে ফেলে এবং পাকের ঘর ব্যাপক ভাংচুর করে। এমন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে আছেন বলে জানান তিনি। এ ঘটনায় সকলের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।