মোঃ হুমায়ুন কবির মানিক, কুমিল্লা প্রতিনিধি-
‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মনোহরগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ এর শুভ উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেবা সপ্তাহ উদ্বোধন ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এনামুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা তৌহিদ হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, উপজেলা ভূমি অফিসের কানুনগো দেবব্রত দাশ, ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, আব্দুল মজিদ খান রাজু, মোঃ আবদুল মান্নান চৌধুরী ও আশিকুর রহমান হিরন, নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শেখ মোঃ বাবুল, মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ প্রমুখ। এ সেবা সপ্তাহ উদ্বোধনের মাধ্যমে ২২ মে থেকে ২৮ মে সপ্তাহব্যাপী উপজেলা ভূমি অফিসে এসে যেকেউ ভূমি সংক্রান্ত যেকোনো তথ্য-পরামর্শ এবং সেবা নিতে পারবেন বলে জানান আয়োজকরা।