পাখিরা যেভাবে মুক্ত আকাশকে
ভালোবেসে উড়ে চলে,
মাছেরা যেমনি পানিকে আমৃত্যু
ভালোবেসে আনন্দে আত্মহারা হয়ে
সাঁতরাতে থাকে দিক্বিদিক!
ফুলবৃক্ষেরা যেমনিভাবে বুকে কলিকে
নিয়ে প্রতীক্ষায় থাকে সৌরভময় বসন্তের!
নির্লোভ প্রেমিকরা যেভাবে থাকে
প্রেমিকার কোমল মায়াভরা ছোঁয়ার
প্রতীক্ষায় পথপানে চেয়ে–
কবিরা যেমন ভালোবাসার মালা নিয়ে
শব্দের বিস্ফোরণের অপেক্ষায় থাকে,
তেমনিভাবে আমিও আছি পোড়া
বুকে বহু কাঠ-খড় পুড়িয়ে ভীষণ
অনুভবে দুঃখ-কষ্টকে জড়িয়ে।
স্বপ্ন দেখি এখনও সেই সুখময়
সোনালি দিনটার!
যা হৃদয়ের গহীনে শিহরণ জাগায়,
আমি এখনো সময় নষ্ট করে–তীর্থের
কাক হয়েই কষ্টের হাটে বসে থাকি!
একাকী নিরবে নির্জন জীবন দুপুরে
কেবলি তোমাকে দেখার অপেক্ষায়,
এ যে বড় মধুময় প্রতীক্ষা প্রিয়তমা!