অ-ভালোলাগার মুহুর্ত যেন বড্ড বিষাদময়
মেকিত্বের রঙে ভিষণ ক্লান্ত,নির্জনার নীলছায়া আকাশ
জানান দেয় স্বাধীনতার স্বাদ,রং,গন্ধ কতোটা উপভোগ্যময়
রুলস-রেগুলেশন সামাজিক ধারা ভেসে ওঠে স্বার্থপরতার প্যারা
শৈশব হতে কৈশোর-যৌবনে প্রতিটি পর্বের শিক্ষা! কিভাবে নিজেকে এগিয়ে নিতে হয়
ক’জন শিখছি বা শেখাচ্ছি কখনো কখনো দু’পা পিছিয়ে অন্যকেও এগিয়ে নিতে হয়!
বর্তমানে রূপ আরো ভয়ংকর! আত্মপ্রচারণা যেন বেশি প্রতিযোগীতাময়
হারাচ্ছে শিশুর কোমলতা! তারাও আক্রান্ত ভাইরালের নেশায়,
প্রতিযোগিতার বাজারে ধন্যা দিয়ে মা-বাবাও আনন্দে উল্লাসময়।
মনুষ্যত্ব -মানবতা- বিবেক লুপ্ত প্রায়! সময়ের ধারায় জমা রবে বইয়ের পাতায়
আগামীর শিশুর মনে জাগবে প্রশ্ন! এরা কে! কেমনইবা দেখায়!
অবাক হয়ে তাকাতেই হবে ফেলে আসা সময়ে,কোথায় সেই অনুভব যা গৌরবময়
লজ্জিত মানব সমাজ! হায়নারূপে গিলছে মনুষ্যত্ব অপূরনীয় লজ্জাময়।
খোলা আকাশ দূর নীলিমায় জাগে আশা! আছে সময়!
রং – রূপ – গন্ধে- ঢঙে জেগে উঠুক স্বাধীনতা!বেঁচে থাক মানবতা
প্রতিযোগিতা নয়,শিশু ফিরে পাক তার নিজস্ব শিশুময় সময়
মনুষ্যত্ব-মানবিকতায় বেড়ে উঠুক আজকের শিশু সুন্দর প্রকৃতিময়।