কবি –শাহ সাবরিনা মোয়াজ্জেম এর কবিতা // অনুরক্তের অনুরনন
চিবুকের জং মরচে কেনো?
বয়সের উন্মেষে
নাকি — সহজাত ঔদার্যবোধ!
অবিরাম অক্ষির উপকূলে
নয়তো — নিম্নাংশে
খেলা করে কালো কাল’চে দাগ!
ললনাদের আপারলিপ
এতো কুন্তল্ময় কেনো—
বার বার পারলারের দারস্থ হতে হয়!
স্ক্রিনে যেদিন নিজেকে দেখেছিলাম
সেদিন নেহায়েত পরী লাগছিলো!
ভ্রুণভ্রষ্ট কর্কশ চিহ্ন নিয়েও।
অঙ্গুলি ছুঁয়ে যাওয়া পউষের শিশিরেও
নব কুঁড়ির যন্ত্রণায় ছটফট যৌবনেও
ফাগুনের দুর্বার দুষ্টু মিষ্টি নারী আমি!
অসার্থক ব্যাধিতে ক্ষরিত জীবনের উৎপাদ্যমান কাংখিত আচার ভ্রষ্ট জীবনের দানবীয় ছোঁয়ায় রীতিগ্রস্ত তবুও আমি ললনা তব সুন্দরী!
আজকাল আয়না নিজেকে দেখিনা
দেখলেও নিজেকে চিনিনা
কেননা প্রতিবিম্ব বদলে যায়নি
“আমি”টা বদলে গেছি,যাচ্ছি!
সময়ের প্রতিক্রিয়ায় প্রতিকৃতি
বয়ে যায় চেহেরায়!
আদল যারই পেয়ে থাকি
তবে হলফ করে বলতে পারি
সে তেমন অসুন্দরী ছিলোনা!
সে আমার মান্যবর
কখনো —দেখেছিলাম তবে চোখ ভরে
— নয় মন ভরে!
অঙ্গে তার তারুণ্যের উগ্র লাবণ্য নেই
আছে এখনো যৌবনের সৌম্যভাব।
একঘেয়ে জীবনের ব্যাতিক্রম ধারা
ভেঙে আঙুলের সাহচার্যপ্রাপ্ত করে
নিয়ন আলোয় কিংবা কুয়াশা ভেদ করে
হিমালয় দেখাইনি!
প্রেমের শিল্পকলায় তিনি আমায় দক্ষ করে
তুলেনি বরং শব্দ গুলো যেনো
মুঠোয় বন্দি করে রাখি
তা — ইথারে মাঝে মাঝে জানান দেন!
আমি তার মাঝে বেঁচে থাকি
অনুক্ষণ অনুরনন!