পৃথিবীর নীল চোখে ডাইনোসরের লালা
অন্তরালে সূত্রধর দানবের ভৌতিক খেলা
সভ্যতার পোশাক পরা মানুষ,দাম্ভিক অস্তিত্ব
নিষ্ঠুর চশমা আঁটা চোখগুলো নির্লিপ্ত।
অদৃশ্য অস্তের কূলে ফুসফুসের বাতাস
উপত্যকার উপকণ্ঠে উদাসী বসন্ত
মানবিক বিধানপত্র ভুল পথে চালিত
কষ্টগুলো গলে পড়ে শোণিত রন্জিত।
অস্থির জীবনের ঘড়ির কাঁটা নিঃশব্দ গমন
সময় সনাক্ত ইতিহাসের পেটের ভেতর
অমৃতের পুত্রগণ মসলিন বুনে পম্পেই নগরীতে
পাখিদের কলতান প্রহেলিকা খেলে।
নীড়হারা স্বজনহারা প্রজাপতি মানুষ
সাইরেনের করুণ সুর অনিবার্য আর্তনাদ
ধূপছায়া রোদনে পরিণতি সমুদ্র-প্রতীক্ষায়
দর্পিত পদভারে মুহূর্তের প্রারম্ভে মহাকাল।
রক্তপায়ী ভ্যামপায়ার মন্দিরা বাজায়
ইতিহাসের বুকের পাঁজরে গ্লানির আগুন
নীল পৃথিবীর বিবস্ত্র শরীর
বৃষ্টি নেই প্রতিবাদের ঝড় নেই
কালো মেঘের জঠরে অগ্নি-চিৎকার
কখন নামবে বৃষ্টি ! বৃষ্টি বৃষ্টি !
স্বত্ব সংরক্ষিত
১৯/১১/২০২৩