স্টাফ রিপোর্টার: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সাইকচাইল গ্রামের মোঃ মনতাজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে তার পরিবার।
মোঃ মনতাজ মিয়ার পরিবার জানিয়েছে, গত ১২ সেপ্টেম্বর মঙ্গলবার ভোরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেননি তিনি। এরপর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও মনতাজ মিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মনতাজ মিয়াকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে গত ১৮/০৯/২৩ইং তারিখে মনোহরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং ৬৮৪।
কোন সহৃদয়বান ব্যক্তি মোঃ মনতাজ মিয়ার সন্ধান পেলে ০১৭৪৩-৮২৭৪১৫ অথবা ০১৭৪৩-৯৩৯৬৪৭ নং নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়।