আব্দুল বাকী মিলনঃ শনিবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (বিকেএ) এর তত্ত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পঞ্চগ্রাম স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বিকেএর কুমিল্লা জেলা শাখার শিক্ষা সচিব ও দ্বি-চাইল্ডস্ কেয়ার কিন্ডারগার্টেন এর অধ্যক্ষ মোঃ নিজাম উদ্দিন। হল সুপারের দায়িত্ব পালন করেন সাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন ও দাদঘর-কেয়ার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ সোলায়মান। এসময় পরীক্ষার হল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আবদুল বাকী মিলন ও দৈনিক প্রতিদিনের সংবাদ মনোহরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আকবর হোসেন।