নাঙ্গলকোট পদ্মা হাসপাতালের অবহেলা অর্থ লোভের কারণে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন নবজাতকের মা ও তাঁর নানী সহ স্বজনদের। সূত্র জানায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের নাসিরের স্ত্রী বিবি মরিয়ম ৮ ( আট ) মাসের অন্তঃসত্ত্বা । গতকাল ১২ ডিসেম্বর মঙ্গলবার মরিয়ম নাঙ্গলকোট পদ্মা ডায়াগনস্টিক হাসপাতালে আল্ট্রা করে । হাসপাতাল কর্তৃপক্ষ রিপোর্ট দেখে আত্মীয়দের বলেন, বাচ্চার পজিশন ভাল না । জরুরি সিজার করার পরামর্শ দেন ।
হাসপাতালের প্রতারণার ফাঁদে ও আতঙ্কিত হয়ে সিজারে সম্মত হয় । সময়ের আগে সিজার করার দরুন নবজাতকের অবস্থা খারাপের দিকে চলে যায় । নবজাতকের মা ও নানী উন্নত চিকিৎসার জন্য কুমিলা অথবা ঢাকায় নেয়ার জন্য কাকুতি মিনতি করলেও তাঁরা রেফার করে নাই । একপর্যায়ে নবজাতকের মৃত্যু হয়। মৃত্যুর জন্য হাসপাতালকে দায়ী করে ন্যায় বিচারের দাবী জানান নবজাতকের মা ও নানী ।