আব্দুল বাকী মিলনঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনোহরগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে । উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি এনামুল হাসান,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল আজিজ, মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হানিফ সরকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃওয়াসিম মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনসাস্থ্য প্রকৌশলী মোঃ ফেরদৌসী আলম। এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মনোহরগঞ্জ থানাসহ বিভিন্ন সামাজিক সংগঠন উপজেলা বঙ্গবন্ধু মুরাল ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।