আবদুল বাকী মিলনঃ কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রেসক্লাব আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিকের নেতৃত্বে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এড. মোঃ সামছুল আলম, যুগ্ম আহবায়ক মোঃ বেলাল হোসেন, আব্দুল বাকি মিলন, আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ অহিদুর রহমান, সদস্য মোঃ আলমগীর হোসেন, মাওলানা মাহবুবুর রহমান, সাংবাদিক শাহাদাত হোসেন, কুদরত উল্লাহ, বেলায়েত হোসেন ইকবাল, আবুল কালামসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেসক্লাব আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক বলেন, আমরা মনোহরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় নিয়মিত পালন করে আসছি। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর শনিবার মহান বিজয় দিবসে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রকাশ ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।