1. admin@mannanpresstv.com : admin :
৮৬৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

৮৬৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২০ Time View

কুমিল্লার সিসিএন বিশ্ববিদ্যালয়

৮৬৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

কুমিল্লার কোটবাড়ী এলাকায় অবস্থিত সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৮৬৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রবিবার কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়।

সিসিএন শিক্ষা পরিবারের প্রধান উদ্যোক্তা, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জামাল নাছের এবং প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন।

বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শাহ জাহান, রেজিস্ট্রার মো. মিজানুর রহমান। 

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি মো. তারিকুল ইসলাম চৌধুরী বলেন, “আমরা প্রতিবছরই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি বৃহত্তর অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের নিয়ে ‘কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৩’ আয়োজন করা হলো। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD