বিশেষ প্রতিনিধি: নোয়াখালী জেলার চাটখিলের সানোখালী নিবাসী খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা ছায়েদুর রহমান ওরপে কালু মাষ্টার (৮২) শনিবার নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি….. রাজিউন)। রবিবার সকালে খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমানের উপস্থিতিতে চাটখিল থানা পুলিশের একদল চৌকস টিম তাঁকে গার্ড অব অনার প্রদান করেন । মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। দীর্ঘ সময় শিক্ষকতার পাশাপাশি তিনি খিলপাড়া এলাকার স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন । তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নোয়াখালী—১ আসনের সংসদ সদস্য এইচ.এম. ইব্রাহীম, চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শোয়েব হোসেন ভুলু সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।