1. admin@mannanpresstv.com : admin :
বিএনপির অসহযোগের ডাকে সাড়া দেবে না জনগণ : স্বরাষ্ট্রমন্ত্রী - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

বিএনপির অসহযোগের ডাকে সাড়া দেবে না জনগণ : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৩ Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির অসহযোগ আন্দোলনের ডাকে দেশের জনগণ সাড়া দেবে না। আগেও বিএনপি এমন ডাক দিয়েছিল। জনগণ তাতে সাড়া দেয়নি। এবারো দেবে না।

আজ বুধবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি সুনিশ্চিত জেনেছে, এই দেশের মানুষ তাদের ভোট দেবে না। এজন্য একটার পর একটা কর্মসূচি দিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। দেশে নির্বাচন যাতে না হয় সে চেষ্টা করছে তারা। ২৮ অক্টোবরের পর থেকেই তারা এমন নাশকতা শুরু করেছে। ২০১৪ সালে তারা ৯০ দিন টানা এমন নাশকতা করেছিল। তাদের এতকিছুর পরও মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে, দেশে নির্বাচনী উৎসব শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি বিদ্যুৎ, পানি, গ্যাস বিল বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়ে একইরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। দেশের জনগণ নির্বাচন করবে উৎসবমুখর পরিবেশে। বিএনপি যতই অসহযোগ আন্দোলনের ডাক দিক, এগুলো করে নির্বাচন বন্ধ করতে পারবে না। বিএনপির এমন নাশকতার চেষ্টায় ভোটের পরিবেশ নষ্ট হবে না। যারা এ পর্যন্ত নাশকতা করে রেলে আগুন দিয়েছে, তাদের অনেককেই আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। বাকিদেরও আটক করা হবে।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন অনেক চৌকস। তারা আইনশৃঙ্খলা রক্ষা করবে সঠিকভাবে। যারা অমানুষ তারাই চলন্ত রেলে আগুন দিয়ে কোলের শিশুসহ মাকে হত্যা করেছে। যারা এগুলো করে এদের জানোয়ার বলতেও ঘৃণা হয়। এদের সবাইকে আইনের আওতায় আনা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD