এ দেহের খতিয়ান আজ তোমাকেই দেবো নন্দিনী
আমার এই চোখগুলো খুলে নাও,
গুনে দেখো কতবার তোমাকে চেয়ে দেখেছে নিবিড় ভালোবাসায়
গুনে দেখো কতবার তোমাকে আহ্বান করেছে উত্তপ্ত প্রেমের পথে
তার নদীপথ মেপে দেখো কতটা জল ঝরিয়েছে সে তোমারই কারণে।
এই ঠোঁট ছুঁয়ে দেখো
পোষা ময়নার মতো কতবার ছুঁয়ে দিয়েছে তোমার আদুরে সব
গুনে দেখো কতবার তার স্পর্শে তোমার দেহের লোমগুলো হয়েছিল নিদ্রাহীন সজারু কাঁটা
গুনে দেখো কতবার তোমাকে ফেলেছে সে নিষিদ্ধ প্রেমের ফাঁদে।
এই হাত দুটো মেলে ধরো,
চেয়ে দেখো আঙুলগুলো কতবার তোমাকে ছুঁয়েছে কারণে অকারণে
গুনে দেখো কতবার তোমাকে বেঁধেছে নিবিড় আলিঙ্গনে
খুঁজে দেখো কতবার আঙুলগুলো ঢুকে গেছে তোমার আঙুলের ফাঁকে।
এই পাগুলো চেয়ে দেখো
মেপে দেখো কত মাইল হেঁটেছে ওরা তোমার প্রেমের আলপথ ধরে
খুঁজে দেখো কোথাও গিয়েছে কিনা শুধু তোমার গৃহ বিনে
গুনে দেখো কতরাত হেঁটেছে সে তোমায় পাজকোলা করে।
বুকটা ফেড়ে দেখো
ফুসফুস চেম্বারগুলো খুঁজে দেখো
তোমার নাম ছাড়া কভু শ্বাস নিয়েছে কিনা
যকৃৎসহ হৃদয়ের বাম অলিন্দ ডান অলিন্দে খুঁজে দেখো
কোথাও তোমার নাম ছাড়া রক্ত বয়েছে কিনা
খুঁজে দেখো খুঁজে দেখো নন্দিনী
আত্মাতো তোমাতেই মিশে আছে
এ দেহের খতিয়ানও তোমাকেই দিলাম
দেহের প্রতিটি মানচিত্রে খুঁজে দেখো
এই সমর্পিত দেহটা কেটেকুটে দেখো
অন্তত তোমার চলে যাবার আগে আমি নিশ্চিত হতে চাই
আমি শুধু তোমারই ছিলাম
শুধু তোমারই ছিলাম।