মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
কুমিল্লার মনোহরগঞ্জ মডেল একাডেমির বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সনদ প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মনোহরগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী এবং মডেল একাডেমির পরিচালনা কমিটির সভাপতি মোঃ হামিদুর রহমান সোহাগ। মডেল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফয়েজুর রহমানের সভাপতিত্বে এবং
মডেল একাডেমির শিক্ষক মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং মডেল একাডেমির পরিচালনা কমিটির সেক্রেটারি মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, মনোহরগঞ্জ ফাযিল মাদরাসার বিদ্যুৎসাহী সদস্য মাওলানা আবদুল হাই, মডেল একাডেমির পরিচালক মু মহিউদ্দিন, শিক্ষক ওসমান গনি, ছাত্রী তাইয়েবা আক্তার, নুসরাত জাহান, নাইমা রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কাশফী, অভিভাবক সদস্য আবু নাইম, আবুল কাশেম।
