মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা। প্রতিবছরের ন্যায় এবারও দিনটি উপলক্ষে কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত পরিবেশন বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিতৃবে ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টায় রেজিষ্ট্রেশন ও উদ্ধোধনী রাউন্ডে বিচারক মন্ডলীর ৩ সদস্য গাজীমুড়া আলিয়া মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা মোঃ আবদুল হালিম, হেফাজত ইসলামীর লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ ও বিশিষ্ট শিল্পী ওমর হোসাইন প্রতিযোগিতা নিয়মাবলি উপস্থাপন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেপ
মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভার শাখা সভাপতি নেৃ্পতা বেলাল রহমান মজুমদার,লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফারুকহোসেন , লাকসাম উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আাজাদ হোসেন, মো :তাজুল ইসলাম,
ডেন্টাল সার্জন মাঈনুদ্দিন খন্দকার প্রমুখ।
বিকেলে অডিশন রাউন্ডে চুড়ান্ত পর্বে প্রধন অতথি ছিলেন লাকসাম পৌরসভা সাবেক চেয়ারম্যান ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ্ব মজিজুর রহমান, বিশিষ্ট সাংবাদিক মজিবর রহমান দুলাল, বিএনপি সাপ্তাহিক সবুজ পত্র সম্পাদক জামাল উদ্দীন স্বপন,মাওলালা মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
রাত ৯টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল ডক্টর সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলান জহিরুল ইসলাম , বিএনপি নেতা কামাল মিয়া,বাংলাদেশ শিক্ষক সমিতি লাকসাম উপজেলা শাখার সভাপতি মো: শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংবাদিক মজিবুর রহমান দুলাল,আজিম,ডেন্টা সর্জন মো শহজাহান, বিএনপি নেতা আবুল বাশার প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় ছিলেন শানে মাদিনা ও সুরের ছোঁয়া শিল্পী গোষ্টি।
পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বাতাখালী হাফিজিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম.এস দোহা।
এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫৪ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০ জন নির্বাচিত হন। বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
১ম পুরস্কার ২৫ হাজার টাকা জিতে নেন লাকসাম জামিয়া ইসলামিয়া
মাহমুদুল হাসান
নাছিরুল উলুম মাদরাসার ছাত্র হা: শহিদুল ইসলাম
২য় পুরস্কার ১৫ হাজার টাকা বিজয়ী
নাহিদুল ইসলাম
শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসা, কুমিল্লা
৩য় পুরস্কার ১০হাজার টাকা বিজয়ী
উম্মে হাবিবা
নুরুল ইমাম মডেল মাদ্রাসা,নাংগলকোটে
৪র্থ পুরস্কার বিজয়ী
জাবের,
শ্রীপুর হাফেজিয়া মাদ্রাসা,মির্জাগঞ্জ,
পটুয়াখালী।
৫ম পুরস্কার বিজয়ী
মাহমুদুল্লাহ হাসান,
মদিনাতুল উলুম মাদ্রাসা,লাকসাম,
৬ষ্ঠ পুরস্কার বিজয়ী
মুনতাছির রহমান,
নুরুল ঈমান মডেল মাদ্রাসা, লালমাই, কুমিল্লা
৭ম পুরস্কার বিজয়ী
তাফসীর হোসেন,
বাতাখালী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,
৮ম পুরস্কার বিজয়ী
আবরার
ওমর হোসাইন,
নুরভিশন তালিমুল কোরআন মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর
৯ম পুরুস্কার বিজয়ী
আহমাদুল্লাহ,
নোয়াপাড়া ইসলামিয়া আঃ মাদ্রাসা, মনোহরগঞ্জ,কুমিল্লা
১০ম পুরস্কার বিজয়ী
আব্দুর রহমান,
নুরুল ঈমান মডেল মাদ্রাসা, লালমাই, কুমিল্লা।
১৭ ডিসেম্বর বার্ষিক ওয়াজ মাহফিলে ৫ জন হাফেজ ছাত্রকে পাগড়ি প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদীস আল্লামা আবু মুসা কাশেমী,বিশেষ ওয়ায়েজিন মাওলানা মুফতি আখতার হোসাইন আজাদী, হজরত মাওলানা খোরশেদ আলম, হজরত মাওলানা নুরুন্নবী হাসান, হজরত মাওলানা মহিউদ্দিন, হাফেজ মাওলানা আবু নোমান,হাফেজ মাওলানা মুফতি মাহদি হাসান।
বিশেষ অতিথি ছিলেন লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলা শাখার সভাপতি- সাবেক ছাত্র নেতা মাইনুল হক মজুমদার বাবলু, নাংগলকোটে প্যানেল চেয়ারম্যান আবদুল মান্নান,পেরিয়ার বিশিষ্ট সমাজ সেবক আবু বাহার মজুমদার,লাকসাম পৌরসভার বিএনপি নেতা নুরুল হক, লাকসাম পৌরসভা জাসাস সাধারণ সম্পাদক শাহজালাল সাজু,এ আর রনি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুকুল মজুমদার, নাংগলকোটে প্রেসক্লাবের সদস্য সোহরাব হোসেন, ডাকাতিয়া টিভির সমপাদক অফজাল রিমু,সাপ্তাহিক সময়ের দর্পন প্রতিনিধি শাহ নুরুল আলাম, বিশিষ্ট সমাজ সেবক ফারুক আহম্মদ প্রমুখ।