উত্তরা প্রতিনিধি: গতকাল জুমার নামাজ শেষে রাজধানীর তুরাগ থানার বাউনিয়া পুকুরপাড় বায়তুশ শরিফ জামে মসজিদের সামনে হঠাৎ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজ শেষে জামায়াতের কয়েকজন নেতৃবৃন্দ ও কর্মী মুসল্লীদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করছিলেন। এসময় বাউনিয়া সুলতান মার্কেট এলাকায় বসবাসকারী বিএনপি নেতা আবু বকর আকস্মিকভাবে ক্ষুব্ধ আচরণ করেন এবং উপস্থিত জামায়াত কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন মুসল্লীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির আচরণ ছিল উসকানিমূলক এবং এতে মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। পরে স্থানীয় মুসল্লীরা উদ্যোগ নিয়ে বিষয়টি শান্ত করেন।
এলাকাবাসীর কয়েকজন জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে পূর্বে থেকেই নানা ধরনের অভিযোগ রয়েছে, যার মধ্যে বিভিন্ন উপায়ে চাঁদাবাজির অভিযোগও রয়েছে।
কয়েকদিন পূর্বে বাউনিয়া আরেকটি মসজিদে জুমার নামাজে আলোচনা করা নিয়ে মসজিদের ইমামের সাথে সে খারাপ আচরণ করে, এভাবে তার উদ্ধত আচরণ দিন দিন বেড়েই চলেছে। ৫ আগষ্টের পর হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হওয়া বিএনপির নাম ব্যবহারী কথিত এই নেতা। বর্তমানে আর্থিক অবস্থার রমরমা উন্নতির সাথে মানুষের সাথে বাজে ও কুরুচিপূর্ণ আচরণ বেড়েই চলেছে।
স্থানীয়রা দাবি করেছেন, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর না ঘটে।