অলিম্পিক্সের মাঝেই প্যারিসে ফের দুষ্কৃতী তাণ্ডব। ফ্রান্সে বিপর্যস্ত ফাইবার লাইন, মোবাইল কানেকশন। ফ্রান্সের অপটিক নেটওয়ার্কের মাধ্যমে যে সংস্থাগুলি ইন্টারনেট পরিষেবা দেয়, সেগুলি বিকল হয়ে গিয়েছে। যাকে ঘিরে অন্তর্ঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর ফলে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও সমস্যায় পড়েছেন বহু মানুষ। নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের মধ্যেও সমস্যা হচ্ছে বলে খবর। ফরাসি সরকারের খবর, অন্তত ছ’টি প্রশাসনিক দফতরের কাজকর্ম বাধাপ্রাপ্ত হয়। তার মধ্যে রয়েছে মার্সেইয়ের কিছু অংশ, যেখানে অলিম্পিক্সের ফুটবল এবং সেলিংয়ের ইভেন্ট হওয়ার কথা। এই আক্রমণের কড়া নিন্দা করেছেন ফ্রান্সের ডিজিটাল বিষয়ক দফতরের সচিব মারিনা ফেরারি। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জানিয়েছেন, ‘রবিবার রাত থেকেই দেশের যোগাযোগ ব্যবস্থার উপর আঘাত হানা হয়েছে।
সোমবার সকাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে। টেলিকমিউনিকেশন অপারেশন ব্যাহত হয়েছে। ইন্টারনেট চলছে না। ফাইবার লাইন, মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে। যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার চেষ্টা চলছে।’ ফ্রান্সের পুলিশের দাবি, অতি বামপন্থী দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বেশির ভাগ রাজনীতিবিদের মত, অতি বামপন্থীরাই এই কাণ্ড ঘটিয়েছে। টেলিকম অপারেটর বুয়োজি এবং ফ্রি নিশ্চিত করেছে তাদের পরিষেবা ফ্রান্সজুড়ে ব্যাহত। ফরাসি মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এসএফআর -এর লাইনও বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই সংস্থার মুখপাত্র নিকোলাস চ্যাটিন বলেন, ‘এটা ধ্বংসলীলা, তাণ্ডব! বিস্তীর্ণ অংশ জুড়ে কেবল কানেকশন বিচ্ছিন্ন। গ্রাইন্ডার দিয়ে কাটতে হচ্ছে তার।’তবে ফ্রান্সের অলিম্পিকে বিশৃঙ্খলার ঘটনা এই প্রথম নয়। উদ্বোধনের কয়েক ঘণ্টা আগে রেল ব্যবস্থায় আগুনের ঘটনা জানা যায়। লাইনে আগুন ধরিয়ে দেওয়ায় রেল নেটওয়ার্ক বিকল হয়ে যায়। এ বার কেটে দেওয়া হল ইন্টারনেট, ফোনের যোগাযোগ ব্যবস্থার তার।
সূত্র :লাইভমিন্ট