তুমি ছাড়া পৃথিবী বীভৎস লাগে,
নীল আকাশ, ফুলের হাসি, নদীর ঢেউ—
সবই হয়ে যায় শূন্য মরীচিকা,
যেন রঙহীন ছবির মতো নিস্তেজ ও নীরব।
হৃদয়ে জমে আছে অগণন প্রেম,
অশেষ হাহাকার, অদম্য আকুলতা।
প্রতিটি শ্বাসে তোমার অভাবের দহন,
প্রতিটি নীরবতায় কেবল তোমার ডাক।
তুমি এলে—
অশ্রু শুকিয়ে যায় শিশিরের মতো,
বেদনা গলে যায় সূর্যের আলোয় বরফের মতো,
ভাঙা স্বপ্ন আবার অঙ্কুরিত হয়
তোমার স্পর্শের উষ্ণতায়।
একটি আলিঙ্গনেই জোড়া লাগে পৃথিবী,
ফিরে আসে আলো, জ্বলে ওঠে জীবন।
তুমি আমার মহাবিশ্ব, আমার শাশ্বত দিগন্ত,
তোমার বাহুতে লুকিয়ে আছে—
প্রেমের পূর্ণতা, শান্তির অনন্তকাল।