শরীর নয়, আত্মাকে ছুঁয়ে যাও
নিঃশব্দ এই রাতের মায়ায়;
স্বপ্ন নদী পেরিয়ে এসো, হৃদয়ের গোপন ব্যথায়!
চাঁদের আলোয় ভিজে থাকা এই রাত
তুমি এসো নিঃশব্দ মায়াবী ছোঁয়ায়
যেখানে অন্তহীন ভালোবাসার স্রোতে
শুধু অনুভবের ঢেউ ভেসে আসে
যেখানে স্পর্শ নয়; আছে মায়াবী অনুভব!
তুমি আমায় জড়াও সেই অদৃশ্য বাঁধনে,
হৃদয়ের গোপন দরজায়
যার ভাষা শুধু বোঝে এই পোড়া অন্তর!
যেখানে ভালোবাসা,আত্মাকে টানে
সে থেকে যায় আজীবন প্রতিটি নিঃশ্বাসে,
অটুট নিঃশর্ত, অবিচল বন্ধনে!
আর রয়ে যায়, গাছের ছায়ায় নদীর নিঃশব্দ প্রেমে!
শরীর নয়, হৃদয় চাই তোমার
চেতনার নিভৃত প্রার্থনায়
যেখানে তুমি আর আমি মিলেমিশে থাকি;
অন্তর আকাশের অবিনশ্বর ছায়ায়!
তাই শরীর নয়,আত্মা বলে তুমি আমার,
শুধু আমার; একমাত্র নিরাপদ আর শেষ আশ্রয়!!
(আমার “”একটু উষ্ণতার জন্য”” বইটি থেকে)