আরো একটি পাখি ডাকা ভোর আসুক
রোদ্রস্নাত সকালটা হোক
গোলাপী আভায় আচ্ছাদিত ।
আরো একটি স্বপ্ন বেঁচে থাকুক
হাজারো কল্পনার ভিড়ে ,
আরো একটি আশা বেঁচে থাকুক
হাজারো বাসনার মাঝে ,
আরো একটি প্রেম বেঁচে থাকুক
হাজারো ভালোবাসার মাঝে ।
আরো একটি নতুন সম্ভাবনাময় দিন আসুক
প্রেরণার মহাপ্লাবনে হয়ে উঠুক তেজোদৃপ্ত ।
আরো একটি জীবন আসুক
বিশুদ্ধ, পরিশোধিত, ছন্দময়, আলোকময়।
আরো একটি পৃথিবী আসুক;
সুস্থ ,স্বাভাবিক, প্রাণবন্ত।