1. admin@mannanpresstv.com : admin :
‘চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে’ - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

‘চরিত্রের পরিবর্তন না হলে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে’

অনলাইন ডেস্ক:
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ Time View

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনে দলীয় প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেছেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝুলি থেকে সারা বাংলাদেশে শুধু শিবিরের আবির্ভাব ঘটেছে। ছাত্রলীগের বড়-বড় পদে ঢাকা ইউনিভার্সিটিসহ কেন্দ্রীয় ছাত্রলীগে যারা ছিল তারা ছাত্রশিবিরের এজেন্ট হিসেবে এতদিন সুবিধা নিয়েছেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে আহত করার প্রতিবাদে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মোল্লা আরও বলেন, জুলাই আন্দোলনে সেই সমস্ত ছাত্রলীগের ছেলেরা শিবিরের নামধারী নিরীহ ছাত্র-ছাত্রীদের ওপর হামলা করে আহত ও নিহত করেছে। অথচ এ দায় তাদের ওপর না উঠায় তারা আবার শিবির রুপে বাংলাদেশে ফিরে এসেছে, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, প্রথমদিকে নির্বাচন বানচাল করতে কিছু ইসলামী মৌলবাদী দল একত্রিত হয়ে পিআর, গণভোট এবং জুলাই সনদের নামে আন্দোলন করেছে। তবে সকল পথ বন্ধ হওয়ার পরে এখন যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই সব প্রার্থীকে তারা টার্গেট করেছে। বর্তমানে জামায়াত-শিবির ভারতের ‘র’ এবং আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

জামায়াতকে হুঁশিয়ার করে নজরুল ইসলাম মোল্লা বলেন, বিএনপির সঙ্গে আপনারা লাগতে আসবেন না। আওয়ামী লীগ আপনাদের যতটুকু ছাড় দিয়েছে, ফাঁসির মধ্য থেকে যতটুকু সমাপ্তি ঘটিয়েছে, আগামী দিনে যদি আপনাদের চরিত্রের পরিবর্তন না হয়, তাহলে বাংলাদেশের মাটিতে চিরদিনের জন্য আপনাদের কবর রচনা করা হবে। আমরা বারবার বলি বিএনপির সঙ্গে আপনারা মব সৃষ্টি করবেন না। গতকাল মির্জা আব্বাসের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ইচ্ছে করলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে পারতো।

তিনি বলেন, বিএনপি হিংসায় বিশ্বাস করে না। আমরা শুধু বলতে চাই বাংলাদেশে গণতন্ত্র এবং নির্বাচন ব্যাহত হয় এমন কাজ থেকে আপনারা বিরত থাকেন। তা না হলে আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। বাংলাদেশে থেকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা চাননি, কিন্তু আজ গণতন্ত্রের জন্য আপনারা মায়া কান্না শুরু করেছেন।

এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের ষড়যন্ত্র মোকাবিলার আহ্বানও জানান নজরুল ইসলাম মোল্লা।

বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম মাহফুজ, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাজিবুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরিফসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD