রাজধানীর বনানীর কাকলি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। রঞ্জু ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন নাকি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।