ময়মনসিংহে আজকের গণসমাবেশ উপলক্ষে গতরাত থেকেই সমাবেশ স্থলে গণজমায়েত শুরু হয়েছে। দলের হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রাতেই সেখানে উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয়েছে।
বাস বন্ধ থাকার কারণে ঢাকা গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা যেতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা এবং মিথ্যা মামলার প্রতিবাদে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।