নমাজ পড়ে মসজিদ থেকেই বের হতেই আততায়ীর গুলিতে প্রাণ হারালেন পাকিস্তানের বালুচিস্তান হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মাসকানজাই।
বালুচিস্তান প্রদেশের খারান এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
এ সময় তার ভাই ও এক আত্মীয়ও গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় খারান এলাকার একটি মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন সাবেক বিচারপতি নুর মাসকানজাই। নামাজ পড়ে মসজিদ থেকে বের হতেই অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়। এ সময় চারটি গুলি তার পেটে বিদ্ধ হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে খারান শহরের ফ্রন্টিয়ার কর্পস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বালুচিস্তানের পুলিশ জানিয়েছে, আততায়ীরা বিচারপতিকে গুলি করার উদ্দেশ্যেই মসজিদের বাইরে অপেক্ষা করছিলেন। সাবেক প্রধান বিচারপতিকে লক্ষ্য করে ছোড়া গুলিতে দুই সাধারণ নাগরিকও গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সাবেক প্রধান বিচারপতির উপর কেন গুলি চালানো হয়েছে, তা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। সূত্র: ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডেইলি পাকিস্তান, জিও টিভি