কবি –দেলোয়ার হোসেন বাবন এর কবিতা // কবিতার সংসার
কবিরা কবিতার প্রেমপত্রে
প্রেমের কবিতা লিখতে লিখতে
বিশ্ব প্রেমীক হয়ে গেছে।
ডাহা মিথ্যা কথার উপমা
ক্ষত- বিক্ষত পঙক্তি মালার মুন্ডুপাতে
অযথাই অহেতুক ছলনাময় ছন্দ নামায়
পোকা খেকো ছন্দের বন্দে
এতো প্রেমের কবিতা লিখছে যে
আসলে কেও কাওকে ভালোই বাসেনা।
জংপরা প্যাচখসা বল্টুদের প্রতি
নাটগুলোর আবেগ দেখলে মনে হয়
এরা ছেঁড়া ফাঁড়া অন্তর।
চুপসে যাওয়া মরিচা পরা
একেকটি নপুংসক ক্লীবলীঙ্গ
হিজরাদের মতো রঙঢঙের কবি।
কিছু কিছু অচ্ছুৎ কবিরা
প্রেমের ডায়রি বুকে পুষে
রাখতে-রাখতে উন্মাদ রোগে
আক্রান্ত হয়ে পরেছে
প্রকৃত শাব্দিক বুনিয়াদ
এরাই নষ্ট করছে।
এদের দ্বারা প্রভাবিত হৃদয় গুলো
সম্মোহনীতে পরে
বিকলাঙ্গ অপয়া শকুন-বুকে
জারজাত কবিতার জন্ম ছাড়া
ভালো কিছু জন্মাতে পারেনা।
দূর হ তোরা
কবিতার সংসার থেকে….