কবি –আবুল হোসেন সিরাজী এর কবিতা // ঐতিহ্য বাহি পল্লী
আমার প্রিয় জন্ম ভূমি ঐতিহ্য বাহি পল্লী।
আমার জন্ম ভূমি পল্লী,
সৃষ্টির সেরা পল্লী।
সৃষ্টি কর্তা নিখুঁত ভাবে সাজিয়েছেন,
আমার জন্ম ভূমি পল্লী।
আমার প্রিয় জন্ম ভূমি পল্লীর,
সবাই সুশিক্ষিত সন্তান।
আমার প্রিয় জন্ম পল্লীর,
কেউ ডাক্তার জজ উকিল আলেম সরকারি চাকরি জীবি রেমিট্যান্স যুদ্ধা।
আমার প্রিয় জন্ম ভূমি পল্লী,
সোনার চেয়ে খাঁটি।
তাই তো কৃষক মাঠে সোনালি ফসল ফলাই,
ধান পাট সবজি শাক সবজি মাছ ইত্যাদি।
আমার প্রিয় জন্ম ভূমি পল্লীতে,
ঐতিহ্য বাহি স্কুল কলেজ মাদ্রাসা আছে।
আমার প্রিয় জন্ম ভূমি পল্লী কে,
সুশিক্ষিত সন্তানেরা আলোকিত করিয়াছে।
অতীতে সব বাড়িতে কুঁড়ে ঘর ছিলো,
বর্তমানে সব বাড়িতে বিল্ডিং।
বাংলাদেশের শ্রেষ্ঠ পল্লী আমার প্রিয় জন্ম ভূমি ঐতিহ্য বাহি পল্লী।