বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুমিল্লার নাঙ্গলকোটে ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিবসটি পালন উপলক্ষ্যে র্যালী, কেক কেটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে নাঙ্গলকোট পশ্চিম বাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় উপজেলা যুবলীগ নেতা ও পৌর প্যানেল মেয়র জহিরুল্লাহ মজুমদার সুমনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ।
জেলা যুবলীগ নেতা আল মাহমুদ ভূঁইয়া বাবু’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা আ’লীগ সহ সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নুরুল্লাহ মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢালুয়া ইউনিয়ন চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির, সাংগঠনিক সম্পাদক ও মৌকরা ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রাসেল, উপজেলা আ’লীগ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল আলম পাটোয়ারী, পেরিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, জোড্ডা পশ্চিম ইউনিয়ন সভাপতি আব্দুল হক ভূঁইয়া, সাবেক পৌর কাউন্সিলর এমরান বাহার, যুবলীগ নেতা শাহজাহান সাজু, আ জ ম রাসেল, মির্জা ফারভেজ, সিদ্দিকুর রহমান, কলেজ ছাত্রলীগ সাবেক সভাপতি ওবায়েদুল হক, ছাত্রলীগ নেতা রাহাত উল্লাহ রাহাত প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।