খান আখতার হোসেনঃ রাজধানী ঢাকার মিরপুরে গাঙচিল কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন খোলা স্থানে মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ শাখার সহযোগিতায় গাঙচিল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৮ নভেম্বর) বেলা ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গাঙচিল ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ ৫১০ জন রোগীকে সেবা দেয়া হয়।গাঙচিল ঢাকা উত্তর শাখার সভাপতি বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার গোলাম কুদ্দুস চঞ্চলের সভাপতিত্বে কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব তন্ময় হারিস।
বক্তব্য রাখেন গাঙচিল ঢাকা বিভাগীয় কমিটির সহ সভাপতি কবি আফরোজা নীলা, মেডিসিন ক্লাব ডেলটা মেডিকেল কলেজ শাখার উপদেষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাধারণ বিভাগের মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমিন, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাঃ মঈন আল রাজী, এম আর খান শিশু সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ শাকিল আহমেদ, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ তৌকির মোরশেদ রিদিম, হলিক্রিসেন্ট হাসপাতালের ইনডোর মেডিকেল অফিসার ডাঃ সজিবুর রহমান সজিব ও ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ বিনতু বিশ্বাস। সার্বিক তত্বাবধানে ছিলেন গাঙচিল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন।
মেডিকেল ক্যাম্পিংয়ে সেবাদানে সহযোগিতা করেন, ডেলটা মেডিকেল কলেজের শিক্ষার্থী তৌফিকুর রহমান, মোস্তফা আসিফ চৌধুরি আলভী, ত্রিদিব কুমার রায়, প্রীতম বিশ্বাস, দিদারুল ইসলাম দিদার, সিয়াম শাহরিয়ার, জয় চৌধুরী, মোহাম্মদ সাব্বির হোসেন, রাফিদ আমিন অন্তু, মোহাম্মদ তালহা জুবায়ের, মোঃ মাহমুদুল, মোহাম্মদ আসিফুল হক নাফি। মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ডেল্টা মেডিকেল কলেজের ছাত্র খান আহমেদ ইফতেখার।ক্যাম্প পরিচালনার জন্য সার্বিক দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ইমারজেন্সি মেডিকেল অফিসার সাবেক ছাত্রনেতা ডাঃ অমিত মঙ্গলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সার্জন সাবেক ছাত্রনেতা ডাঃ পীযূষ চন্দ্র দাস, ইউনাইটেড হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ও ইমারজেন্সি মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মারওয়ান কবির, ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের রেজিস্ট্রার ডাঃ সাজ্জাদ শাহরিয়ার সিয়াম, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাঃ নাজরুল ইসলাম নাজিম প্রমুখ।মেডিকেল ক্যাম্পে চিকিৎসকেরা রক্তের গ্রুপ পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা এবং সাধারণ চিকিৎসা ব্যবস্থাপত্র এবং ঔষুধ দেন। ক্যাম্পে ৫ শাতাধিক রোগীদের মাঝে প্রায় বিশ হাজার টাকার ঔষুধ বিনামূল্যে বিতরণ করা হয়।গাংচিলের এই মানবিক কার্যক্রম এলাকায় সাধারণ মানুষের ভেতর উৎসহ যুগিয়েছে। মেডিকেল ক্যাম্পের পরিচালক খান আহমেদ ইফতেখার জানালেন, প্রতিমাসে একবার করে গাঙচিল মেডিসিন ক্লাব ফ্রি মেডিকেল ক্যাম্পিং আয়োজন করা হবে। মানবতার জন্য গাঙচিল, সাধারণ মানুষের জন্য গাঙচিল, গাঙচিল সাহিত্যে চর্চার পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে কাজ করে যাবে।
(অনুলিখনঃ স’লিপক)