রাজশাহী মহানগরীতে দুপক্ষের সংঘর্ষ চলাকালীন ছুরিকাঘাতে সাব্বির আহম্মেদ (২২) নামে এক যুবক খুন হয়েছেন।
শনিবার (২৭ জুলাই) রাত ১২টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত সাব্বির ছোট বনগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে। সাব্বির নিহতের ঘটনায় বাবা হায়দার আলী বাদী হয়ে রাতেই নগরীর চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে মাদকসংক্রান্ত বিরোধের জেরে নগরীর খোরশেদের মোড়ে দুপক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একজনকে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলের র্যাব ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, আমার জানামতে মাদকের কোনো বিষয় নয়। অল্প কিছু পাওনা টাকা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়।
তিনি আরও বলেন, সংঘর্ষের ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে। আর নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।