1. admin@mannanpresstv.com : admin :
কবি কাজী নাছিমা সাথী এর এক গুচ্ছ কবিতা - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

কবি কাজী নাছিমা সাথী এর এক গুচ্ছ কবিতা

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ Time View
মায়ের বন্দনা
– কাজী নাছিমা সাথী
*************************
মা- মানেই জান্নাত
মায়ের পদতলে হয় জান্নাত রচনা
জীবদ্দশায় ই করো মায়ের বন্দনা
মা – বিনে কবুল হয় না
ইবাদত-বন্দেগী আর উপাসনা !!
এ যুগের কুলাঙ্গার ছেলেরা,,,
মা বেঁচে থাকতে, মায়ের পাতে-
দেয় না এক মুঠো ভাত,,,
মৃত্যুর পর পাড়া পড়শী ডেকে
খাওয়ায় দাওয়াত- যেয়াফত !!
মায়ের সাথে করে প্রতারণা
মা’ বলে পরিচয় ও দেয় না
মায়ের গয়ণা- সম্পদ – সম্পত্তি
সব কিছুই করে আত্মসাৎ ,,!!
মা’ মরে গেলে শোক করে
বড়ো বড়ো বুলি ছোড়ে
গরীব দুঃস্থ আর এতিমখানায়
বিলায় দান খয়রাত !!
জীবদ্দশায় অজুহাত দেখায়
মায়ের সেবা যত্ন এড়িয়ে যায়
লয় না – খোঁজ খবর
মরে গেলে হুজুর সমেত
যেয়ারত করে কবর !!
❤️***********************❤️
❤ মায়ের দোয়া ❤️
– কাজী নাছিমা সাথী
০১/১২/২০২২
——————————————————–
এক বছর বয়সে ই, বাবা কে হারিয়েছি,,
তাই – বাবার চেহারাটা মনে রাখতে পারি নাই
তখন – মোবাইল/ক্যামেরা কিছুই ছিল না,,
তাই তো- বাবার একটা ছবি ও দেখি নাই !!
বাবা সম্পর্কে কিছু ই বলতে পারবো না
বাবার আদর কেমন হয় – তা ও জানি না !!
শুধু জেনেছি- বাবা ছিলেন মসজিদের ইমাম ।।
কিন্তু- দেখেছি আমার “মা কে !
বাবা-মা দু’জনের আদর ই দিয়েছেন আমাকে
আমিও আপন করে পেয়েছিলাম – মা’কে !।
ছোট্ট কালেই “মায়ের সেবা যত্ন করতাম
মায়ের মনের দুঃখ-কষ্ট উপলব্ধি করতাম
পাড়ার ছেলে-মেয়েদের পড়াতাম
প্রাইভেট টিউশনি করে, ছোট্ট কাল থেকেই,,
মা’য়ের হাতে সব টাকা তুলে দিতাম ।।
বাবা মৃত্যুর পর,,
সম্পদ- সম্পত্তি কিছু ই আমরা পাই নাই
কারণ – মায়ের গর্ভজাত পুত্র সন্তান নাই !
অভাবের সংসারের হাল ধরতে গিয়ে,,
দুটি শিশু মেয়েকে লালন পালন করতে গিয়ে,,
আমার মা- অনেক কষ্ট-পরিশ্রম করতো,,
অন্যের বাড়িতে গৃহস্থালি কাজ করতো ,,
ফেতরা- যাকাত খুঁজে নিতো,,
ছনের ছাওয়া ছোট্ট একটা ভাঙা মাটির ঘরে
আমাদের কে নিয়ে বসবাস করতো !!
বৃষ্টি যদি হতো, সারা ঘরে ই বৃষ্টি পড়তো ,,,
ছাতা মাথায় দিয়ে, আমরা তখন –
নিজ ঘরে ই – দাঁড়িয়ে থাকতাম !!
কতো যে উপোস থাকতো – আমার ‘মা !!
প্রায়শই,,অন্য কারো ঘর থেকে এক থালা,,
ভাত খুঁজে এনে আমাদের কে খাওয়াতো !
আর – “মা এক গ্লাস পানি খেয়ে ই –
অশ্রু জলে – শুয়ে থাকতো !!
রাতে- মেঝেতে খড়ের বিছানা পেতে,,
আমরা দু’বোনকে বুকে জড়িয়ে “মা
গল্প বলতো,, বিচ্ছেদি গান গাইতো,,
গল্প-গান তো – তাঁর নিজ জীবনের ই কথা-
বলতে বলতেই মায়ের চোখের জল
গড়িয়ে পড়ে- বালিশ ভিজে যাইতো !!
ছোট্ট বেলায় ই,,,
মায়ের চোখের জল মুছিয়ে দিতাম !
বাবা-ভাই না থাকার বেদনায় ,,
মায়ের মনের কষ্ট টা বুঝতাম !
আদর করে মা’কে বলতাম – মাগো,,
আমি বড়ো হয়ে তোমাকে “সুখী” করবো
তোমার সকল স্বপ্ন পুরণ করবো ।।
আল হামদু লিল্লাহ !!
করেছি – মা’য়ের স্বপ্ন পুরণ ।
পুত্র সন্তানের মতো করে ই,,
দিয়েছি মায়ের ভরন-পোষণ !!
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি,,
দেশ-বিদেশে ঘুরে চাকরি করেছি,,
মাকে নিয়ে ঘুরে বেরিয়েছি সাধ্য মতোন
নিজ হাতেই করেছি মায়ের সেবা-যতন ।।
জমি কিনেছি,, বাড়ী করেছি,,
গড়িয়েছি দালান – ঘর- পুকুর-বাগান
সব কিছু ই করেছি- মায়ের ইচ্ছে মতোন ।।
মায়ের মুখে- আগে খাবার না দিয়ে,,
কখনো – কিছুই খেতাম না “আমি ,,
মা”য়ের পছন্দনীয় খাবার কিনে আনতাম
হউক সেটা যতো ই – দামী !!
মাকে গড়িয়ে দিয়েছি- স্বর্ণ-গয়না
পুরণ করেছি – মায়ের সকল বায়না
মুছিয়ে দিয়েছি মায়ের চোখের জল
হাসি-আনন্দে মেতে ছিল – মা’ অনর্গল !!
মায়ের প্রতি ছিল আমার অগাধ ভক্তি
মায়ের দোয়ায় পেয়েছি আমি- সুখ্যাতি
পেয়েছি মা’কে সেবা করার – ফল
হয়েছি আর্থ-সামাজিক ভাবে- স্বচ্ছল !!
মাথা উঁচু করে বেঁচে আছি,,
“মায়ের আঁচলে শান্তি পেয়েছি ,,
দেশ ও সমাজে হয়েছি সমাদৃত-সফল
“মায়ের দোয়া” – মানেই সফলতা
এটা ই – আমার একমাত্র সম্বল ।।
কর্ম ক্লান্ত বদনে, শতো পরিশ্রম সত্বে ও,,
ঘরে ফিরে যখন দেখেছি মায়ের হাসি মুখ,,
তখন ভুলে গিয়েছি সকল কষ্ট-যাতনা,,
পেয়ে ছিলাম আমি – স্বর্গ সুখ !!
সংগ্রামী এই জীবন সংসারে,,
প্রতি ক্ষেত্রেই আজো “মাকে মনে পড়ে,,
মা- চলে গেলেন আমায় এতিম-অনাথ করে !!
ওপাড়ে অনেক ভালো থেকো “মা
তোমাকে হারিয়ে আমি একা “বন্ধু হারা”,,,
জান্নাতবাসী হও – করছি এই দোয়া
রাব্বির হাম হুমা কা মা রাব্বাঈয়াণী ছাগীরা ।।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*********************************************
*❤️* সোনার হরিণ *❤️*
– কাজী নাছিমা সাথী
১৪/১২/২/২৩ ইং
—————————————-
ছুটছে পুরুষ ঘোড়ার বেগে
সাফল্য টা ছিনিয়ে আনবে
সকল কষ্ট করবে বরণ
জয় করবে সোনার হরিণ।
ত্যাগ করবে যৌবন জীবন
ত্যাগ করবে প্রেম-ভালোবাসা
সোনার হরিণ করবে জয়
এটা ই স্বপ্ন,, এটা ই আশা।
সোনার হরিণ মূলতঃ সুখ
যা নিজ স্ত্রীর মধ্যে ই বিদ্যমান
অর্থ-সম্পদের পাহাড় গড়ে ও
মিলে না সুখ নিজ স্ত্রীর মতোন।
সতী-পতিব্রতা স্ত্রী- ই সোনার হরিণ
যা পুরুষগণ বুঝে না
অর্থ-সম্পদের মাঝে ই সুখ খুঁজে
স্ত্রীকে মুল্যায়ণ করে না।
যে ধরতে পারে এই সোনার হরিণ
সে হয় সুখী, জীবন তার রঙিন।
স্বামী-স্ত্রীর দাম্পত্য বাসরে
“সুখ পাখি” টা বসবাস করে
প্রীতি ও প্রেমের পবিত্র বন্ধনে
স্বর্গ ধরা দেয় আমাদের জীবনে।
” সুখ ” নামক সোনার হরিণ
আছে মোদের নিজের ই ঘরে
যে করতে পারে “সুখ পাখি”র যত্ন
সে ই হয় – জয়ী,, সে ই হয় – ধন্য ।।
❤️**********************************❤️
🌷 মধ্যবিত্তের কষ্ট 🌷
– কাজী নাছিমা সাথী
—————————————-
কষ্ট পেয়েছো — ??
কি লাভ হবে হাউ মাউ করে কেঁদে-
নিজের কষ্ট অন্যের কাছে শেয়ার করে-
কি লাভ হবে নিজেকে আঘাত করে-
কিংবা আঘাতের প্রত্যাঘাত বদলা নিয়ে,,??
কি লাভ হবে –
নেশা করে” কষ্ট ভুলে থাকার ভান করে !
আত্মীয় স্বজন ”’ বন্ধু- বান্ধব ” এমনকি
পরিবার-পরিজন ছেড়ে ”
নির্জনে – নিরুদ্দেশ হয়ে গিয়ে !
দুর প্রবাসে চলে গিয়ে –
কোন সুন্দরী নিয়ে মেতে থেকে ”’
কিংবা বন্ধুদের আড্ডায় মেতে থেকে !!
কি লাভ হবে –
একটা বন্ধু খুঁজে মনের কষ্ট শেয়ার করে-
নিজেকে উজাড় করে দিয়ে”’
ক্ষনস্থায়ী আমোদে স্বস্তির নিঃশ্বাস ফেলে-
নিজের গোপনীয়তা কিংবা দুর্বলতা ,,
নির্দ্বিধায় অন্যত্র প্রকাশ করে ফেলে !!
প্রত্যেকে কষ্ট থেকে মুক্তি পেতে চায় !!
কেউ কষ্ট পেলেও হাসি মুখে ই –
জীবন অতিবাহিত করে !
তাঁরা ভিতর থেকে একেবারেই চুপ হয়ে যায়,,
বাইরে থেকে পরিপাটি ও হাসিখুশি থাকে ”
কাউকে বুঝতে দেয় না কোন কিছুই !!
কষ্ট পেলে ও তারা না হাসে,, না কাঁদে,,
না নিজের কষ্ট কারো কাছে শেয়ার করে,,
না নেশা করে,, না কাউকে আঘাত করে,,
না কাউকে জড়িয়ে ধরে কান্না করে !!
না প্রতিবাদ করে,, না অভিশাপ দেয়-
না সেই কষ্টের বদলা নেয় !!
তাঁরা- নিজ থেকেই জীবন্ত লাশ হয়ে
নীরবে- নির্জনে-নিরুদ্দেশ হয়ে যায় ।।
তারা আসলে কষ্টকে মুক্তি দেয় না –
সময় নেয় ! জয়ের অপেক্ষায় থাকে!
চোখের নোনা জল ফেলে ফেলে –
বুকের কষ্টকে বের করে দেয় না ।
কষ্টকে নিজের ভিতর হজম করে –
রোজ একটু একটু করে ।
দিনের পর দিন, রাতের পর রাত,
একটা যুদ্ধ চলে মনের ভিতর !
আর এই যুদ্ধের ফলে-
এক সময় কষ্ট হেরে যায় !
কিন্ত- এই মানুষ গুলো জিতে যায় !!
আর এমন ভাবেই জিতে যায় –
কষ্ট এদের ধারে কাছে ভীড়তেও ভয় পায় ।।
❤️*****************************❤️
প্রত্যকের জীবনে ই রয়েছে কষ্ট !!
প্রেম – বিরহ ” বিচ্ছেদের জ্বালা-
প্রিয়জন কিংবা আপনজনের বেঈমানী ”’
প্রতারণা,, অপমান’ আর অবহেলা ,,,
দৈনন্দিন চাহিদা মেটাতে-
হিমশিম খাচ্ছে জনগণ
বাড়ছে হয়রানি আর নির্যাতন।
আর বাড়ছে প্রতিনিয়ত মানসিক টেনশন !!
কারো রয়েছে আয়- উপার্জন বৃদ্ধি,,
পদোন্নতি আর ক্যারিয়ারের চিন্তা !
কারো রয়েছে নিরাপদ আশ্রয়, বাসস্থান,
নিরাপত্তা আর চিকিৎসা ব্যয়ের চিন্তা !
অর্থের অভাব,, সন্তানের সুশিক্ষায় সমস্যা “
রোগ- শোক-ঔষধ-পথ্য, সেবা-যত্নের টেনশন
দুঃখ-কষ্ট” চলমান পারিবারিক ও
সামাজিক বিভিন্ন সমস্যাও বিদ্যমান !!
কেউ হয়তো আপনজন হারিয়ে বিষন্নতায় ভুগছে
কেউ হয়তো নিজেকে হারিয়ে ই আবার খুঁজছে,
কেউ সহায় সম্বল হীন, কষ্টে জীবন ভারাক্রান্ত
কেউবা আবার “ভীষণ কঠিন” রোগে আক্রান্ত,,
নেই চিকিৎসা কিংবা সেবা পাওয়ার ব্যবস্থা
বিপর্যস্ত হৃদয়ে বোবা দৃষ্টিতে তাকিয়ে আছে
আর- ধীরে ধীরে মৃত্যুর দিকে ঝুঁকছে ,,,
বিমর্ষ মনে বেঁচে থাকার আহ্বান জানাচ্ছে !!
কেউ হয়তো প্রিয়জন কে হারিয়ে ই ফেলেছে !
আবার কেউ হয়তো নিজ চোখে ই –
কাছের মানুষকে বদলে যেতে দেখেছে !
কিংবা – প্রিয়জনকে “অনেক দূরে ”
না ফেরার দেশে” চলে যেতে দেখেছে !!
আমাদের জীবনে কষ্ট আর সমস্যার শেষ নেই,
তবুও কেউ আমাদেরকে জিজ্ঞাসা করলে –
হাসি মুখে ই বলতে হয়- “আল হামদু লিল্লাহ !
ভালোই আছি ।।
আসলে – আমাদের কে ভালো থাকতে হয় !
পরিবারের আপনজন দের জন্য,, আর
এই সমাজ / সামাজিকতা রক্ষার্থে ।।
কষ্ট হলেও পাথর চোখে তাকিয়ে থাকতে হয়!
বোবা দৃষ্টিতে,, আহত পাখির মতো ,,
ভারাক্রান্ত হৃদয়ে মেনে নিতে হয়-
ভাগ্যের পরিহাস !! আর প্রকৃতির বৈচিত্র্যতা !!
এইটা ই আমাদের মধ্যবিত্তের জীবন,,
এইটাই আমাদের বাস্তবতা !!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
** যন্ত্র মানব **
– কাজী নাছিমা সাথী
*************************
আমি একটা যন্ত্র মানব
কাজ করছি দিবা- রাতি
শান্তি দিয়েছিল আমার মনে
আমার প্রিয় জীবন সাথী ।
আমি বন্ধু সকলের ই,,,
পরিবারের শান্তি চাই
কিন্তু – আমার বন্ধু কেহ নাই
প্রয়োজনের সময় কারো কাছে
বিন্দু মাত্র সহযোগিতা না পাই ।
দেশ-দেশান্তরে ঘুরে বেড়াই
পেতে চাই সুখ পাখির সন্ধান
সঙ্গী হীন জীবন আমার
খুঁজে ফিরি সোনার হরিণ।
অবুঝ আমি,, পাপী আমি
করি নাই লোভ সংবরণ –
থাকতে সময় বুঝলাম না
সাথী ই আমার সোনার হরিণ ।।
ক্ষণিকের সুখ কে প্রাধান্য দিয়ে
করলাম না সঙ্গীর মূল্যায়ণ
কলুর বলদ খেঁটে ই গেলাম
পেলাম না তো কারো মন ।
সারা দুনিয়া খুঁজে ও আমি
পেলাম না সোনার হরিণ
ব্যার্থ আমার সারা শ্রম
ব্যর্থ আমার জীবন যৌবন ।।
❤️****************************❤️
🌷 ভবঘুরে 🌷
– কাজী নাছিমা সাথী
——————————
আমি এক ভবঘুরে ভাই
খাই – দাই- ঘুমাই
মজা করে গান গাই
চাল – চুলোর চিন্তা আমার কিন্তু নাই।
দিনগুলো আমার ভালো ই যাচ্ছে
স্ত্রী-সন্তান সব ই আছে
তাদের ভরন -পোষণ,, চিন্তা আমার নাই
সাজানো টেবিলে,, সব সময়ে ই,
মজার মজার খাবার আমি পাই ।
রাত বারোটা য় ঘুমাই আমি
দিনের দুইটা য় জাগি
মন চাইলে যখন তখন আমি
মোবাইল টা কে টিপি ।
দুপুরের খাবার খেয়ে আমি
আবার ঘুমাই হায়
সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ি
দুচোখ যেথায় যেতে চায়।
সন্তান গুলো হচ্ছে বড়ো
চিন্তা নাহি আর
আমার ভবিষ্যতের ভাবনা
তাঁরা ই ভাববে আবার ।।
ভবঘুরে এই জীবন সংসারে
আছি আমি বেশ
আমার ভবিষ্যৎ অন্যে গড়ে দিচ্ছে
শান্তির নাহি শেষ।।
*******************************
❤❤ আমার অঙ্গীকার ❤❤
– কাজী নাছিমা সাথী
———————————————
আর কতো কাল থাকবে দুরে
এসো আমার প্রেম নীড়ে
ভালোবেসে রাখবো আগলে
সুখী হবো দুজন মিলে।
থাকো তুমি যতোই দুরে
আছো তুমি হৃদয় জুড়ে
যেদিকে ই তাকাই আমি
সর্বত্রই বিরাজ করছো তুমি।
কামনার সাগর ডাকছে তোমায়
এসো কাছে ঝড়ের বেগে
প্রেম সাগরে ভাসবো দুজন
খেলবো গায়ে ধূলি মেখে ।
ভালোবেসে রেখেছি ধরে
যতনে আছো মন মন্দিরে
সসম্মানে থাকবে আজীবন
অঙ্গীকার করছি প্রভুর তরে ।
****************************
#জীবন স্টেশন
– কাজী নাছিমা সাথী
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
জীবন নামের স্টেশনে-
আমরা সবাই মুসাফির
যুদ্ধ করছি সদাই মোরা
সাজছি যেন মহাবীর।
ছোট্ট এই স্টেশনে দিনে রাতে
কত্তো মানুষ ঘুরছে
পসরা সাজিয়ে কেউবা আবার
ক্রয় -বিক্রয় করছে।
এই স্টেশনে অপেক্ষমান
আমরা সবাই যাত্রী
গাড়ী এলেই যাবো চলে
এটা ই দুনিয়ার রীতি।
তবুও করছি বাজার সদাই
করছি আমোদ ফুর্তি
স্টেশন ছেড়ে চলে যাবো
থাকবে শুধু ই কীর্তি।
আসবে গাড়ী আগে পরে
যাবো মোরা গাড়ী চড়ে
থাকবে শুধু ই স্মৃতি
এটা ই দুনিয়ার রীতি।।
❤️*************************❤️
💚 বিচিত্র তোমার রুপ 💚
– কাজী নাছিমা সাথী
২৬/১২/২০২২ ইং
—————————————–
আকাশের মতোই ক্ষণে ক্ষণে
পরিবর্তন হয় তোমার মন
ক্ষণে ই “পর” হয়ে যাও তুমি
ক্ষণে হও আবার -আপন।
কথায় কথায় রেগে যাও
করো শুধুই অভিমান –
ক্ষণিকের সুখ পেতে
আর – আনন্দ উপভোগে
তুমি বিবেক করো বিসর্জন ।
যুগের পর যুগ পেরিয়েছে
বুঝতে পারিনি তোমার মন
ক্ষণিকে ই পাল্টে যাও তুমি
“পর” কে করে নাও “আপন” ।
ঠুনকো অজুহাতে স্বচ্ছ কাঁচের মতো
ভেঙ্গে ফেলো তাঁর ই মন ।
প্রতারণা করো তাঁর ই সাথে
তোমার তরে ই যার জীবন।
প্রতারণা করো তাঁর ই সাথে
যে সপে দিয়েছে তোমায় মন
তোমার খুশির জন্য যিনি
নিজ সুখ করেছে বিসর্জন ।
বিচিত্র তোমার রুপ – চরিত্র
বিচিত্র তোমার মন
যুগের পর যুগ পেরিয়েছে
আজ ও তুমি সিদ্ধান্ত হীন ।
একটা সময়ে হয়তো শুধরে যাবে
যখন তোমার ভুল ভাঙবে
হয়তো সেদিন লজ্জিত হবে
বিবেকের দংশনে দংশিত হবে !
কিন্তু- পেছনে ফেলে আসা অতীত
আর কি ফিরিয়ে দিতে পারবে ”” ??
❤️****************************❤️
#মেঘলা দিনে
– কাজী নাছিমা সাথী
বৃষ্টি ভেজা এই মেঘলা দিনে
বসে আছি ঘরের কোণে
শৈত্য প্রবাহ চলছে
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ঝরছে ।
আকাশ জুড়ে মেঘলা সাজ
যাচ্ছি না তাই বাহিরে আজ
আকাশ পানে চেয়ে চেয়ে দেখছি
বসে বসে এই কবিতা খানি লিখছি ।
পোলাও কোর্মা রান্না করলাম
গরম গরম খেয়ে নিলাম
মেঘলা আকাশে সূর্য দেখা যায় না
কতো কি খেতে মন ধরে বায়না !!
কুয়াশাচ্ছন্ন এই মেঘলা দিনে
ঠান্ডা শীতের আমেজ লাগছে
গ্রাম বাংলার ঘরে ঘরে এখন
শীতের পিঠার উৎসব চলছে ।।
****************************
🎈** বিজয়ী *
– কাজী নাছিমা সাথী
২৪ /১২/২০২২ ইং
—————————————
মানুষ তুমি –
হাত-পা-চোখ – মাথা
সব ই তোমার আছে
গরীব তো তুমি নও
পর মুখাপেক্ষী হয়ে
কেন বেঁচে রও ?
জীবন যতদিন –
সংগ্রাম ও ততদিন
কেন তা ভুলে যাও
ব্রেইন থাকতে কেন তুমি
আস্ত কুঁড়ে হয়ে
দ্বারে দ্বারে ঘুরে বেড়াও ?
সুযোগ বারবার আসে না
সুযোগের অপেক্ষায় থেকে
সময় নষ্ট করো না
দৃঢ় চিত্তে এগিয়ে যাও রণে
তুমি ই জয়ী হবে –
বিশ্বাস রেখো মনে ।
সৎ সাহসে এগিয়ে যাও –
লক্ষ্য রাখো স্থির
কারো কথায় পিছু হটো না
প্রয়োজনে হয়ে যাও বধির ।
জীবনে আসুক যতো ই ঝড়
কঠিন হস্তে করো মোকাবিলা
” বিজয়ী ” তুমি হবে ই
পরবে গলে জয়ের মালা ।।
****************************
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
****************************
🌷🌷 ** ভুল ** 🌷🌷
– কাজী নাছিমা সাথী
২৫/১২/২০২২ ইং
—————————————-
কারো কাছে বেশি কিছু আশা করা ভুল
কাউকে নিয়ে স্বপ্ন দেখা ভুল
কাউকে পাগলের মতো ভালবাসা ভুল ।
কাউকে নিয়ে গর্ব করা ভুল ।
যতো বেশি প্রত্যাশা করবেন
তত বেশী ঠকে যাবেন
তত বেশী নির্যাতিত হবেন
তত বেশী আঘাত পাবেন ।
কারো উপর নির্ভরশীল হওয়া ভুল
কারো অনুগ্রহ কামনা করা ভুল
কাউকে বেশি আপন ভাবা ভুল
কাউকে বেশি প্রাধান্য দেয়া ভুল ।
এই পৃথিবীর কেউ কারো নয়
স্বার্থের জন্য কাছে আসে
মিছে অভিনয়ে আপন করে নেয়
স্বার্থ ফুরিয়ে গেলে ই মুখ ফিরিয়ে নেয় ।
নিজের বল ই বাহু বল
নিজের যা কিছু ই আছে – তাহা ই সম্বল ।
নিজেকে ভালবাসুন
নিজের মতো করে ই বেঁচে থাকুন ।
❤️****************************❤️
#আত্ন মর্যাদা
– কাজী নাছিমা সাথী
০৭/১২/২০২৩ ইং
—————————————-
মানুষ আত্ন মর্যাদা নিয়েই বাঁচতে চায়
আত্ন মর্যাদা নিয়েই মরতে চায়
কারো দ্বারস্থ না হয়ে,,,
কারো উপর নির্ভরশীল না হয়ে,,
কারোর সেবা-যত্ন না নিয়ে,,,
কাউকে বিরক্ত না করে,,,
কারো হাসির খোরাক না হয়ে,,,
কারো অবহেলায়- অনাদরে না থেকে,,
সুস্থ্য্য দেহে ই– মরতে চায় !!
এই মৃত্যু ই – শ্রেষ্ঠ সম্মাণীয় মৃত্যু,,
এই মৃত্যু ই,, আদর্শ মৃত্যু,,
তিনি ই – বিজয়ী বীর
যিনি আদর্শ নিয়েই মৃত্যুবরণ করেন
কখনো ই – নত করে নাই শির !!
মরনকালে কি হবে,,??
কেউ পাশে থাকবে নাকি থাকবে না,,
মৃত্যুর পর – লাশ কি হবে,,,??
কাফন-দাফন-কবর ,,দেয়া হবে,,
নাকি- আগুনে পুড়িয়ে ফেলবে,,,,
নাকি লাশ পঁচে দুর্গন্ধ বের হবে,,
নাকি আবর্জনার মতো পড়ে থাকবে,,
সেই চিন্তা বাদ দিন !!
সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিন !!
যা হবার তা ই হবে,, ভাগ্যে যা আছে
এই সত্যি টা মেনে নিন ।।
জীবদ্দশায় যারা আপন করে নেয় নাই,,
খোঁজ-খবর- সেবা যত্ন করে নাই
এমন অকৃতজ্ঞ দের দ্বারস্থ না হয়ে,,
তাদের সেবা-যত্ন -চিকিৎসা না নিয়ে,,,
নিজ আত্ন মর্যাদা নিয়ে – নির্জন কক্ষে,,
একাকী মৃত্যু বরণ করা – অনেক শ্রেয়।।
যাতে অকৃতজ্ঞ আপনজনেরা,,,
আজীবন তাদের কৃতকর্মের জন্য লজ্জিত হয় ।।
আফসোস করতে হয় !!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD